অফশোর ব্যাংকের বৈদেশিক মুদ্রা‌র বিপরীতে টাকায় ঋণ দেওয়া যাবে: বাংলাদেশ ব্যাংক

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৫০:৩৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৪:৫০:৩৭ অপরাহ্ন
এখন থেকে ব্যাংকগুলো অফশোর ব্যাংকিং ইউনিটে (ওবিইউ) রাখা বৈদেশিক মুদ্রা তহবিল জামানত হিসেবে ব্যবহার করে দেশে কার্যরত কোম্পানি ও ব্যক্তিপর্যায়ে টাকায় ঋণ দিতে পারবে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশিরাও তাদের ওবিইউতে জমাকৃত বৈদেশিক মুদ্রা জামানত হিসেবে রেখে ব্যাংক থেকে ঋণ নিতে পারবেন।

বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ বিষয়ক প্রজ্ঞাপন জারি করেছে।

নতুন নির্দেশনা অনুযায়ী, অনিবাসী হিসাবধারীদের ওবিইউতে রাখা বৈদেশিক মুদ্রা ডমেস্টিক ব্যাংকিং ইউনিটের মাধ্যমে টাকায় ঋণ প্রদানের ক্ষেত্রে জামানত হিসেবে ব্যবহারের সুযোগ থাকবে। বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক, বিদেশি ব্যক্তি ও প্রতিষ্ঠান, প্রবাসী বাংলাদেশি ও বিদেশে নিবন্ধিত কোম্পানিগুলো বৈদেশিক মুদ্রায় ওবিইউতে আমানত রাখতে পারে।

তবে ব্যাংকগুলোকে নিশ্চিত হতে হবে, ঋণগ্রহীতা ও হিসাবধারীর মধ্যে যৌক্তিক সম্পর্ক রয়েছে। উদাহরণস্বরূপ, প্রবাসী বাংলাদেশি ও তাদের স্থানীয় সুবিধাভোগী, বিদেশি শেয়ারহোল্ডার, বিনিয়োগকারী, সংশ্লিষ্ট বিদেশি মালিকানাধীন কোম্পানি ইত্যাদি।

জামানত হিসেবে ব্যবহৃত এই অর্থের বিপরীতে শুধু স্বল্পমেয়াদি চলতি মূলধনি ঋণ দেওয়া যাবে এবং জামানতের জন্য মাশুল দিতে হবে না। তবে প্রয়োজনবোধে বৈদেশিক মুদ্রা বিনিময় হারের ঝুঁকি মোকাবিলায় ব্যাংক জামানতের কিছু অংশ মার্জিন হিসেবে রাখা যাবে। ঋণ পরিশোধ না হলে নির্ধারিত আনুষ্ঠানিকতা মেনে সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা নগদায়ন করে ঋণ সমন্বয় করা যাবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, ওবিইউ ছাড়াও প্রাইভেট ফরেন কারেন্সি অ্যাকাউন্ট ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট অ্যাকাউন্টে থাকা ব্যালান্সও জামানত হিসেবে ব্যবহার করে টাকায় ঋণ নেওয়া যাবে। তবে ওবিইউর মাধ্যমে পরিচালিত ইন্টারন্যাশনাল ব্যাংকিং অ্যাকাউন্টে থাকা অর্থ জামানত হিসেবে ব্যবহার করা যাবে না।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]