গাজার একটি ক্যাফেতে ৫০০ পাউন্ডের মার্কিন বোমা দিয়ে হামলা!

আপলোড সময় : ০৩-০৭-২০২৫ ০৩:১৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৭-২০২৫ ০৩:১৬:১৮ অপরাহ্ন
ইসরাইলি সামরিক বাহিনী গাজার একটি জনপ্রিয় সমুদ্রতীরবর্তী ক্যাফেতে হামলার জন্য যুক্তরাষ্ট্রের তৈরি ৫০০ পাউন্ডের (২৩০ কেজি) বোমা ব্যবহার করেছে বলে জানা গেছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন মতে, গেল সোমবার পশ্চিম গাজা সিটির ওই ক্যাফেতে হামলা চালানো হয়, যেখানে অধিকার কর্মী, সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দাদের যাতায়াত রয়েছে।
 
আল-বাকা নামের ক্যাফেটির ধ্বংসাবশেষ পরীক্ষা-নিরীক্ষা করে দেখা গেছে, শিশু, নারী এবং বয়স্ক ব্যক্তিসহ অরক্ষিত বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ করার জন্য একটি এমকে-৮২ বোমা ব্যবহার করেছে ইসরাইল।
 
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন অনুসারে, বিশেষজ্ঞরা মনে করছেন, বেসামরিক নাগরিকদের ওপর এ ধরনের শক্তিশালী অস্ত্রের ব্যবহার - যা একটি বিশাল বিস্ফোরণ তরঙ্গ তৈরি করে এবং বিস্তৃত অঞ্চলে ছিটিয়ে দেয় - প্রায় নিশ্চিতভাবেই বেআইনি। এটি যুদ্ধাপরাধ হিসেবে গণ্য হতে পারে বলে মনে করা হচ্ছে। 
 
জেনেভা কনভেনশনের অধীনে আন্তর্জাতিক মানবিক আইন সামরিক বাহিনীকে এমন আক্রমণ চালানো থেকে বিরত রাখে যা ‘বেসামরিক জীবনের আকস্মিক ক্ষতি’ ঘটায়।
 
একসময়ের ব্যস্ততম সমুদ্রতীরবর্তী ওই স্থানে হামলায় কমপক্ষে ২৪ জন নিহত হন - যার মধ্যে ছিলেন বিশিষ্ট যুদ্ধ প্রতিবেদক এবং ফিলিস্তিনি চলচ্চিত্র নির্মাতা ইসমাইল আবু হাতাব, ৩৫ বছর বয়সি এক গৃহবধূ এবং চার বছরের একটি শিশু।
 
বলা হচ্ছে, ওই হামলার আগে কোনো ধরনের সতর্কবার্তাও দেয়নি ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
 
আইডিএফের দাবি, ওই ক্যাফেতে হামলার ঘটনা পর্যালোচনাধীন এবং ‘হামলার আগে, আকাশপথে নজরদারি ব্যবহার করে বেসামরিক নাগরিকদের ক্ষতির ঝুঁকি কমাতে পদক্ষেপ নেয়া হয়েছিল’। 

হিউম্যান রাইটস ওয়াচের গেরি সিম্পসন দ্য গার্ডিয়ানকে বলেছেন, ‘ইসরাইলি সেনাবাহিনী ঠিক কাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে তা নির্দিষ্ট করেনি, তবে বলেছে যে বেসামরিক হতাহতের সংখ্যা কমাতে তারা আকাশপথে নজরদারি ব্যবহার করেছে। যার অর্থ তারা জানত যে, ক্যাফেটিতে তখন (হামলার সময়) গ্রাহকদের ভিড় ছিল।’ 
 
তিনি আরও বলেন, ইসরাইলি সেনাবাহিনী এটাও জানত যে আকাশ থেকে নিক্ষেপ করা ওই বোমায় সেখানকার অনেক বেসামরিক নাগরিক নিহত এবং পঙ্গু হয়ে যাবেন। স্পষ্টতই জনাকীর্ণ একটি ক্যাফেতে এত বড় অস্ত্রের ব্যবহার ঝুঁকিপূর্ণ। এটি একটি বেআইনি, অসামঞ্জস্যপূর্ণ বা নির্বিচার আক্রমণ। এ ঘটনাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করা উচিত। সূত্র: এনডিটিভি, দ্য গার্ডিয়ান

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]