শেষ আটে উঠে রিয়ালকে পেলো ডর্টমুন্ড

আপলোড সময় : ০২-০৭-২০২৫ ০২:১৯:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৭-২০২৫ ০২:১৯:৪৮ অপরাহ্ন
ফিফা ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে মেক্সিকান ক্লাব সিএফ মন্তেরেকে ২-১ গোলে হারিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড। শেষ আটে জার্মান ক্লাবটির প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ।

মার্সেডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে শুরু থেকে বরুসিয়াই ছড়ি ঘুরিয়েছে। প্রথমার্ধে ডর্টমুন্ডের আক্রমণের সামনে দিশেহারা মন্তেরে। কোনো জবাব দিতে পারেনি সার্জিও রামোসের দল। প্রথম গোলটি আসে ম্যাচের ১৪তম মিনিটে। গিরাসির গোলে এগিয়ে যায় ডর্টমুন্ড। তার ঠিক দশ মিনিট পর দ্বিতীয় গোলটি করেন গিনির এই স্ট্রাইকার। আক্রমণের পসরা সাজিয়ে ২-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় জার্মান ক্লাবটি।

তবে দ্বিতীয়ার্ধেই বদলে যায় মন্তেরে। শুরুর তৃতীয় মিনিটেই এক গোল শোধ দেয় তারা। ম্যাচের ৪৮ মিনিটে গোল করে মন্তেরেকে আশার আলো দেখান বার্টেরেম। এমনকি একসময় ম্যাচে সমতাও ফিরিয়েছিল তারা। তবে অফসাইডের কারণে বাদ হয়ে যায় গোলটি। ম্যাচ শেষের ঠিক আগে রামোসের একটি হেড ক্রসবার ঘেঁষে চলে যায়। শেষ পর্যন্ত আর গোল করে সমতায় ফিরতে পারেনি মন্টেরে। ফলে শেষ ষোলো থেকেই বিদায় নিতে হলো রামোসের দলকে।

এদিকে, কোয়ার্টার ফাইনালে উঠে কঠিন প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদকে পেয়েছে ডর্টমুন্ড। এর আগে শেষ ষোলোর ম্যাচে রিয়াল ১-০ গোলে হারিয়েছে ইতালিয়ান জায়ান্ট য়্যুভেন্তাসকে। ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ক্লাব বিশ্বকাপের সবচেয়ে সফল দলটির কাছেই হেরেছিল ডর্টমুন্ড।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]