বিশ্ববাজারে ফের বাড়ছে স্বর্ণের দাম

আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০১:২৪:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০১:২৪:৫৭ অপরাহ্ন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা এবং ডলারের দরপতনের কারণে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে। বিনিয়োগকারীরা ঝুঁকিপূর্ণ সম্পদের পরিবর্তে নিরাপদ আশ্রয় হিসেবে স্বর্ণের দিকে ঝুঁকছেন।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (১ জুলাই) স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৩২২ দশমিক ৫৫ ডলারে। আর ফিউচার মার্কেটে স্বর্ণের দাম প্রতি আউন্সে বেড়েছে শূন্য দশমিক ৮ শতাংশ। বেচাকেনা হচ্ছে ৩ হাজার ৩৩৪ দশমিক ৮০ ডলারে।
 
এ বিষয়ে এবিসি রিফাইনারির বৈশ্বিক বাজার প্রধান নিকোলাস ফ্র্যাপেল বলেন, ‘ডলার দুর্বল হচ্ছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ট্রাম্পের শুল্কনীতি নিয়ে অনিশ্চয়তা। এ দুই কারণেই স্বর্ণের চাহিদা বাড়ছে।’
 
এদিন ডলার সূচক শূন্য দশমিক ২ শতাংশ কমে যায়, যা তিন বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন। এতে অন্যান্য মুদ্রার ক্রেতাদের জন্য স্বর্ণের দাম আরও সাশ্রয়ী হয়েছে। এদিকে সোমবার মার্কিন-জাপান বাণিজ্য আলোচনা ফলপ্রসূ না হওয়ায় ট্রাম্প হতাশা প্রকাশ করেছেন। ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, সমঝোতা না হলে ৯ জুলাই থেকে ১০-৫০ শতাংশ শুল্ক কার্যকর হবে। ট্রাম্প ইতোমধ্যেই ৯০ দিনের জন্য শুল্ক স্থগিত করেছিলেন, যা শেষ হতে চলেছে।
 
মুদ্রানীতি নিয়েও ফেডের ওপর চাপ বাড়াচ্ছেন ট্রাম্প। ফেড চেয়ারম্যান জেরোম পাওয়েলকে পাঠানো এক নোটে তিনি লিখেছেন, যুক্তরাষ্ট্রের সুদের হার জাপান (শূন্য দশমিক ৫ শতাংশ) এবং ডেনমার্কের (১ দশমিক ৭৫ শতাংশ) কাছাকাছি থাকা উচিত।
 
ফ্র্যাপেল বলেন, ‘ট্রাম্পের সুদের হার কমানোর আহ্বানও বাজারে প্রভাব ফেলছে। তবে সুদের হার কমানো নিয়ে বাজার যতটা আশাবাদী, সেটি কিছুটা অবাক করার মতো।’
 
এদিকে বিনিয়োগকারীরা এই সপ্তাহে যুক্তরাষ্ট্রের শ্রমবাজার সম্পর্কিত একাধিক রিপোর্টের দিকে নজর রাখছেন। বৃহস্পতিবার আসছে সরকারি বেতন-ভাতা সংক্রান্ত তথ্য, যা ফেডের সিদ্ধান্তে প্রভাব ফেলবে।
 
অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে মঙ্গলবার স্পট সিলভারের দাম শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ১৬ ডলারে। প্ল্যাটিনাম অপরিবর্তিত রয়েছে ১ হাজার ৩৫২ দশমিক ৪৯ ডলারে। প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে হয়েছে ১ হাজার ১১৩ দশমিক ১৮ ডলার।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]