এখনও ইউরোপে খেলার সবটুকু রসদই মজুদ আছে মেসির: পিএসজি কোচ

আপলোড সময় : ৩০-০৬-২০২৫ ০১:৩৪:১৪ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৬-২০২৫ ০১:৩৪:১৪ অপরাহ্ন
পিএসজির সঙ্গে অনুমিতভাবেই পেরে ওঠেনি ইন্টার মায়ামি। তবে লিওনেল মেসি কতটা কী করতে পারেন, তা তো ভালো করেই জানেন লুইস এনরিকে। পিএসজি কোচের বিশ্বাস, এখনও ইউরোপে খেলার সবটুকু রসদই মজুদ আছে আর্জেন্টাইন জাদুকরের ভেতরে।

পিএসজি দিয়েই ইউরোপিয়ান ফুটবলের অধ্যায় চুকিয়ে ২০২৩ সালে ইন্টার মায়ামিতে পাড়ি জমিয়েছেন মেসি। যুক্তরাষ্ট্রের ফুটবলে নিজের জাদু দেখিয়ে চলেছেন তিনি। এই ক্লাব বিশ্বকাপেই যেমন, ইন্টার মায়ামির শেষ ষোলোতে খেলতে পারা এই ক্লাব ও মেজর লিগ সকারের একটি উজ্জ্বল বিজ্ঞাপন।

শেষ ষোলেতো অবশ্য পিএসজির কাছে ৪-০ গোলে হেরে গেছেন মেসিরা। ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের কাছে এমন হার অপ্রত্যাশিতও নয়। তবে মেসির প্রতি এনরিকের মুগ্ধতার শেষ নেই।

বার্সেলোনার কোচ হিসেবে একসময় দিনের পর মেসিকে কাছ থেকে দেখেছেন এনরিকে। এবার অনেক বছর পর তাকে দেখলেন তিনি প্রতিপক্ষ হিসেবে।

ম্যাচের আগে মেসিকে সর্বকালের সেরা বলার পাশাপাশি আরও অনেক প্রশংসাই করেছেন তিনি। ম্যাচের পর এনরিকের কাছে জিজ্ঞেস করা হলো, মেসিকে আবার ইউরোপে কোচিং করাতে চান কি না। পিএসজি কোচ জানালেন তার ভাবনা।

“এই উত্তর তো সে দিতে পারবে। তবে একজন ফুটবলার হিসেবে তার মান আমরা সবটুকুই দেখেছি। এখনও পর্যন্ত তার ভেতর সবকিছুই আছে। এই ধরনের ফুটবলারদের বিপক্ষে খেলা সবসময়ই কঠিন। আমাদের কাজটা সহজ ছিল না। আমার বিশ্বাস, দল হিসেবে দারুণ খেলেই আমরা এই ফল আদায় করেছি।”

শুধু মেসিই নন, এই ম্যাচে ইন্টার মায়ামির হয়ে খেলেছেন লুইস সুয়ারেস, জর্দি আলবা, সের্হিও বুসকেতসের মতো ফুটবলাররা, যাদের সবাইকে এনরিকে পেয়েছিলেন বার্সেলোনার কোচের দায়িত্বে। সব মিলিয়ে ম্যাচটি একটি পুনর্মিলনীর রূপ নিয়েছিল, যা রোমাঞ্চিত করেছে পিএসজি কোচকে।

“এটা ছিল স্পেশাল এক ম্যাচ, কারণ এমন কিছু মানুষের সঙ্গে দেখা হয়েছে, আমার জীবনে যারা খুবই গুরুত্বপূর্ণ, যাদের সঙ্গে অনেক সাফল্য ভাগাভাগি করেছি, ব্যর্থতার সঙ্গীও হয়েছি।”

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]