বলিউড কেরিয়ার নিয়ে বড় ঘোষণা শচীন-কন্যার

আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৩:৫৭:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৩:৫৭:২৫ অপরাহ্ন

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল কমে না নেটিজেনদের। আপাতত যেমন আলোচনায় রয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের বড় মেয়ে সারা। একসময় শুভমন গিল আর সারার প্রেমচর্চা ছিল তুঙ্গে। তবে এখন বলিপাড়ার অন্দরের খবর, বলি অভিনেতা সিদ্ধান্ত চতুর্বেদীকে নাকি মন দিয়েছেন সারা। শুধু তাই নয়, গত কয়েকদিন ধরেই বলিপাড়ায় ফিসফাস, এবার নাকি অভিনেত্রী হিসাবে বলিপাড়ায় কেরিয়ার শুরু করতে চলেছেন শচীন-কন্যা।

তবে সদ্য এক সাক্ষাৎকারে সারা স্পষ্ট করে দিলেন—বলিউড তাঁকে টানে না।

সারা জানিয়েছেন, তিনি ইন্ট্রোভার্ট, ক্যামেরার সামনে নিজেকে স্বচ্ছন্দ মনে করেন না। তাই সিনেমা তাঁর জায়গা নয়।ওই সাক্ষাৎকারে  সারা তাঁর শৈশব, বিজ্ঞানপ্রীতি, এবং সিনেমা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন। অভিনয়ের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে সারা বলেন, “আমি নানা ধরনের কাজ করি। শচীন তেন্ডুলকর ফাউন্ডেশন আমার ফুলটাইম ফোকাস। পাশাপাশি ফ্যাশন, বিউটি আর লাইফস্টাইল কনটেন্ট নিয়েও কাজ করি। তবে সব কিছু করি নিজের মনের কথা শুনে। আমি এমন কিছুতে রাজি হই না যা আমার সঙ্গে যায় না। আর অভিনয় আমার বিষয় নয়। আমি অন্তর্মুখী স্বভাবের, ক্যামেরার সামনে দাঁড়াতে ভয় লাগে। ছবিতে অভিনয়ের সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি কারণ আমি জানি, এই কাজটা আমার জন্য নয়। এতে আনন্দ নয়, বরং উদ্বেগই বাড়বে।”

২৭ বছরের সারা জানালেন, তিনি বেড়ে উঠেছেন চিকিৎসা, সমাজসেবা আর খেলাধুলার আবহে, তবে নিজের ঝোঁক ছিল একেবারেই পড়াশোনার দিকে। খেলাধুলায় কোনওদিনই বিশেষ আগ্রহ ছিল না তাঁরমানবদেহ, শারীরবিজ্ঞান  এসব বিষয়েই ছিল তাঁর আসল টান।বায়োমেডিকেল সায়েন্সে ব্যাচেলর ডিগ্রির পর সারা লন্ডনের ইউনিভার্সিটি কলেজ থেকে ক্লিনিকাল নিউট্রিশন ও পাবলিক হেলথে মাস্টার্স করেছেন। সচিন তেন্ডুলকর ফাউন্ডেশনের ডিরেক্টর হিসেবেও তিনি কাজ করছেন।

এককথায় সারা তেন্ডুলকর স্পষ্ট করে দিলেন—তিনি ক্যামেরা নয়, সমাজসেবা ও বাস্তব দুনিয়াতেই নিজের জায়গা খুঁজে পেয়েছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]