গুরুদাসপুর পৌরসভার ১৭০ কোটি ৫১ লাখ ৫৪ হাজার টাকার বাজেট পেশ

আপলোড সময় : ২৯-০৬-২০২৫ ১১:০৯:১২ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৬-২০২৫ ১১:০৯:১২ অপরাহ্ন
গুরুদাসপুর পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ১৭০ কোটি ৫১ লাখ ৫৪ হাজার ২৭ টাকার উন্মুক্ত বাজেট পেশ করেছেন পৌর প্রশাসক ফাহমিদা আফরোজ।

রবিবার দুপুর ১২টায় পৌর কার্যালয়ে ওই বাজেট সভায় ওই বাজেট পেশ করেন তিনি। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১৭০ কোটি ১৮ লাখ ৬৮ হাজার ৬৭৪ টাকা এবং স্থিতি
ধরা হয়েছে ৩২ লাখ ৮৫ হাজার ৩৫৩ টাকা। এরমধ্যে রাজস্ব আয় ধরা হয়েছে ৯ কোটি ৯২ লাখ ৪৭ হাজার ৮৮৫ টাকা ও রাজস্ব ব্যয় ৯ কোটি ৯১ লাখ ৪৩ হাজার ৬৭৪
টাকা ধরা হয়েছে এবং উদ্বৃত্ত দেখানো হয়েছে ১০ লাখ ৪ হাজার ২১১ টাকা। সভায় পৌর নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসান আলী ও হিসাবরক্ষক মো. নূরুজ্জামান বিস্তারিত বাজেট উপস্থাপন করেন। এরপর উন্মুক্ত আলোচনায় বক্তব্য দেন প্রকৌশলী মিলন মিয়া, সমাজসেবা কর্মকর্তা শফিকুল ইসলাম, চলনবিল প্রেসক্লাবের সভাপতি আলী আক্ধসঢ়;কাছ, সাংবাদিক দিল মোহাম্মদ, ইসরাফিল শেখ প্রমূখ।

বক্তাদের প্রশ্নোত্তরে পৌর প্রশাসক বলেন- এবারের বাজেটে রাস্তা, ড্রেন, কালভার্ট, বহুতল মার্কেট নির্মান, সোলার, বৈদ্যুতিক বাতি, মশক নিধন, স্যানিটেশন, পানি সরবরাহ, কর্মকর্তা-কর্মচারীদের বেতন নিয়মিতকরণ, জিয়া খাল প্রকল্প বাস্তবায়ন, প্রতিবন্ধীদের বিশেষ সহায়তা, চাঁচকৈড় হাটের উন্নয়নসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ হাতে নেওয়া হয়েছে। এসব কাজ বাস্তবায়ন হলে গুরুদাসপুর হবে আলোকিত মডেল পৌরসভা।#

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]