মেক্সিকোতে ধর্মীয় জমায়েতে গুলি ! নিহত ১২

আপলোড সময় : ২৬-০৬-২০২৫ ০২:৫৩:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৬-২০২৫ ০২:৫৩:৪৭ অপরাহ্ন
মেক্সিকোয় ধর্মীয় জমায়েতে আততায়ীদের এলোপাথাড়ি গুলিতে অন্তন ১২জন নিহত হয়েছেন।

বুধবার রাতে মেক্সিকোর গুয়ানাহুয়াতো স্টেটের ইরাপুয়াতো শহরে এ ঘটনা ঘটে । এতে এখন পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে।

স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, বুধবার ইরাপুয়াতোর রাস্তায় একটি ধর্মীয় জমায়েত চলছিল। সেন্ট জন দ্য ব্যাপটিস্টের সম্মানে নাচেগানে মেতে উঠেছিলেন স্থানীয়েরা। কেউ কেউ মদ্যপানও করছিলেন। হটাৎ স্থানীয়দের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে আততায়ীরা। এতে ঘটনাস্থলেই ১২ জনের মৃত্যু হয়। আহত হন আরও ২০ জন। আতঙ্কে ছোটাছুটি শুরু করে দেন সকলেই। সুযোগ বুঝে চম্পট দেন আততায়ীরা। ওই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে । তাতে দেখা যাচ্ছে, একটি আবাসনের বারান্দায় স্থানীয়েরা নাচগান করছিলেন। আচমকা গুলি চলতে থাকে। সঙ্গে সঙ্গে ভিড় ছত্রভঙ্গ হয়ে যায়। প্রাণভয়ে পালাতে থাকেন বাকিরাও।

ইরাপুয়াতোর এক কর্তা রোডোলফো গোমেজ সার্ভান্তেস জানিয়েছে, ওই ঘটনায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ১২ জনে গিয়ে দাঁড়িয়েছে। কিন্তু আহতদের মধ্যেও কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। হামলার নিন্দা করেছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাউম।

তিনি বলেন, ‘‘যা ঘটেছে তা খুবই দুর্ভাগ্যজনক। তদন্ত চলছে।’’ ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। আততায়ীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।

প্রসঙ্গত, মেক্সিকোর উত্তর-পশ্চিমে অবস্থিত গুয়ানাহুয়াতো বহু বছর ধরেই মেক্সিকোর সব চেয়ে সহিংস রাজ্যগুলির মধ্যে একটি। চলতি বছরের প্রথম পাঁচ মাসেই সেখানে ১,৪৩৫টি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। গত মাসেও গুয়ানাহুয়াতোর সান বার্তোলো দে বেরিওস শহরে একটি ক্যাথলিক চার্চের অনুষ্ঠান চলাকালীন আততায়ীদের গুলিতে সাত জন নিহত হয়েছিলেন। সেই ঘটনার মাসখানেকের মাথায় ফেক একই ঘটনা ঘটল।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]