ঠাকুরগাঁয়ে ডিজেলচালিত থ্রি-হুইলারে বাসের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু

আপলোড সময় : ২৪-০৬-২০২৫ ০১:০৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৬-২০২৫ ০১:০৮:৪৭ অপরাহ্ন
ঠাকুরগাঁও সদর উপজেলায় ডিজেলচালিত থ্রি-হুইলারে বাসের ধাক্কায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, পোস্টঅফিস পাড়ার আবু হোসেনের ছেলে আশরাফুল ইসলাম (৫২) ও তার মেয়ে বোদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুন (১৫)।

মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ভূল্লী থানার খোশবাজার এলাকার ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনার খবরটি নিশ্চিত করে ভূল্লী থানার ওসি সাইফুল ইসলাম সরকার বলেন, মঙ্গলবার সকালে আশরাফুল ইসলাম তার মেয়ে রুবাইয়াকে বিদ্যালয়ে পৌঁছে দেওয়ার জন্য পাগলু গাড়ি নামে পরিচিত ডিজেলচালিত থ্রি-হুইলারে করে রওনা হন।

‘পথে গাড়িটি ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কে ওঠা মাত্র পেছন থেকে আসা পঞ্চগড়গামী একটি মিনিবাস ওই গাড়িকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আশরাফুল ইসলামের মৃত্যু হয় এবং ও রুবাইয়া গুরুতর আহত হয়।

স্থানীয়রা আহত অবস্থায় রুবাইয়াকে উদ্ধার করে ঠাকুরগাঁওয়ের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।’

ওসি আরও বলেন, ‘একই ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু। সত্যিই হৃদয়বিদারক একটি ঘটনা। ঘটনার পরপরই বাসটির চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে বাসটিকে জব্দ করা হয়েছে।’ 

এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং চালক ও হেলপারকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]