“মানবিকতা শুধু রক্তদানই নয়, বরং ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মাধ্যমেও মানবসেবা করা যায়”- রক্ত বন্ধন ফাউন্ডেশন

আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৯:১৩:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৯:১৩:৪৪ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে রক্ত বন্ধন ফাউন্ডেশন পক্ষ থেকে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে বুফে লাঞ্চের মাধ্যেমে সুষ্ঠুভাবে সম্পন্ন হলো “প্রজেক্ট হাসিমুখ”। শুক্রবার (২১ জুন) দুপুরে রাজশাহী মহানগরীর কয়েরদাঁড়া এলাকার জাবালে নূর হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে এই কর্মসূচিটি পালিত হয়। 
এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল মাদ্রাসার ছাত্র-শিক্ষকদের মুখে একটুখানি হাসি ফুটিয়ে তোলা এবং ভিন্নধর্মী খাবারের আয়োজনের মাধ্যমে তাদের কাছে ভালোবাসা পৌঁছে দেওয়া।
ছোট পরিসরের এই বুফে আয়োজনে ছিল ব্যতিক্রমী ও মনোমুগ্ধকর সব খাবার। মেন্যুতে ছিল: আস্ত খাসি দিয়ে বিরিয়ানি, নুডুলস, নাগেট, সসেজ, মোমো, পায়েস, মিষ্টি, দই, ডাবের পুডিং, মৌসুমি ফল আম, কোল্ড ড্রিংস, ও নানান রকমের চকলেট। এসময় প্রায় ৬০জন শিক্ষার্থী মাদরাসার উপস্থিত ছিল।
মাদরাসার এক শিক্ষার্থী (পবিত্র কুরআনের হাফেজ) আব্দুল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে জিবনে প্রথম এমন বুফে লাঞ্চ করার সুযোগ পেলাম। বুফে ডিনার বা লাঞ্চ এর অনেক নাম শুনেছি ফেইসবুক ও ইউটিউবেও দেখেছি, অনেক ইচ্ছা ছিল। তবে আজ সেই ইচ্ছা পূরণ হবে জানতাম না, হয়তো আল্লাহ আমার সেই ইচ্ছা রক্ত বন্ধন ফাউন্ডেশনের মাধ্যেমে পূরণ করেছে। আল্লাহ যেন এই রক্ত বন্ধন ফাউন্ডেশন কে সামনে আরও এগিয়ে নিয়ে যায়। আমার অফুরন্ত দু’আ ও ভালোবাসা রইল এই ফাউন্ডেশনের প্রতি। 
রক্ত বন্ধন ফাউন্ডেশন এর পরিচালক মো: রোমেল রহমান জানান, এই আয়োজনটি সফলভাবে বাস্তবায়নে যারা অর্থ সহায়তা দিয়েছেন, স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন এবং উপস্থিত থেকে সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হচ্ছে। বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে সেইসব মহৎ হৃদয়ের মানুষদের, যারা প্রচ- গরম উপেক্ষা করে রান্নার মতো কঠিন কাজে সম্পৃক্ত থেকে আয়োজনটিকে সফল করে তুলেছেন।
রক্ত বন্ধন ফাউন্ডেশন এর কর্মী মো: নূর মোহাম্মদ আমীর হামজা বলেন, “রক্ত বন্ধন ফাউন্ডেশন যেন মানবতার পথে, সততা ও নিষ্ঠার সাথে আগামীতেও কাজ করে যেতে পারে, সে জন্য সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।”
এই আয়োজনের মাধ্যমে রক্ত বন্ধন ফাউন্ডেশন আবারও প্রমাণ করল, মানবিকতা শুধু রক্তদানেই সীমাবদ্ধ নয়, বরং ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মাধ্যমেও মানবসেবা করা যায়।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]