এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে আরএমপির গণবিজ্ঞপ্তি

আপলোড সময় : ২২-০৬-২০২৫ ০৯:০৮:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২২-০৬-২০২৫ ০৯:০৮:১৮ অপরাহ্ন
রাজশাহী মহানগরীর নিম্নবর্ণিত ২৫ (পঁচিশ) টি পরীক্ষা কেন্দ্রে আগামী ২৬ জুন ২০২৫ হতে ১০ আগস্ট ২০২৫ পর্যন্ত ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি), আলিম, এইচএসসি(বিএমটি), এইচএসসি(ভোকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে।  

উক্ত পরীক্ষা চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা করার নিমিত্ত কিছু নিষেধাজ্ঞা আরোপ করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

রোববার (২২ জুন) আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, পিপিএম কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়।

পরীক্ষা উপলক্ষ্যে আগামী ২৬ জুন ২০২৫ হতে ১০ আগস্ট ২০২৫ খ্রিষ্টাব্দ পরীক্ষা চলাকালীন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন-১৯৯২ এর ২৯ (ক), ২৯ (খ) ও ৩০ ধারার অর্পিত ক্ষমতাবলে নিম্নবর্ণিত পরীক্ষা কেন্দ্রসমূহের চতুর্দিকে ২০০ (দুইশত) গজের মধ্যে মিছিল, মিটিং, সমাবেশ, বিক্ষোভ প্রদর্শন, মাইকিং, বিস্ফোরকদ্রব্য ও অস্ত্রশস্ত্র বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। 

আইন অমান্যকারীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ হলো নিউ গভঃ  ডিগ্রী কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারী মহিলা কলেজ, রাজশাহী, রাজশাহী কলেজ, রাজশাহী, শাহমখদুম কলেজ, রাজশাহী, রাজশাহী কোর্ট কলেজ, রাজশাহী, মাদার বখস্ গার্হস্থ্য অর্থনীতি কলেজ, রাজশাহী, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, রাজশাহী, বরেন্দ্র কলেজ, রাজশাহী, শহীদ এ.এইচ.এম কামারুজ্জামান সরকারি ডিগ্রী কলেজ, রাজশাহী, রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী, রাজশাহী ক্যান্টনমেন্ট বোর্ড স্কুল এন্ড কলেজ, রাজশাহী, রাজশাহী সরকারি মডেল স্কুল এন্ড কলেজ, রাজশাহী, অগ্রণী স্কুল ও কলজে, রাজশাহী, নওহাটা সরকারি ডিগ্রী কলেজ, পবা, রাজশাহী, নওহাটা মহিলা  কলেজ, পবা, রাজশাহী, রাজশাহী দারুস সালাম কামিল মাদরাসা, রাজশাহী, মদীনাতুল উলুম কামিল মাদরাসা, বোয়ালিয়া, রাজশাহী, নওহাটা ছালেহিয়া দারুস সুন্নাত ফাজিল মাদরাসা, পবা, রাজশাহী, হাজী জমির উদ্দিন সাফিনা মহিলা কলেজ, রাজপাড়া (ভেনু), মহানগর টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট ইন্সটিটিউট, কাটাখালী, রাজশাহী, জাতীয় বিজ্ঞান গবেষণা ও প্রযুক্তি মহাবিদ্যালয়, মাতৃকা ভবন, ঘোড়ামারা, বোয়ালিয়া, রাজশাহী, আদর্শ কারিগরি ও বাণিজ্যিক কলেজ, বোয়ালিয়া, হেতেম খাঁ, সদর, রাজশাহী, সিটি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট স্কুল ও কলেজ, সিটি বাইপাস রোড, রাজপাড়া, রাজশাহী সদর, হড়গ্রাম মডেল টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, রাজপাড়া,  সদর, রাজশাহী ও ন্যাশনাল বিএম কারিগরি স্কুল অ্যান্ড কলেজ, রাজপাড়া।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]