
রাজশাহী তানোরে সিএনজি চালকের সিটের নিচ থেকে ট্যাপেন্টাডল-সহ মাদক কারবারী ময়েনকে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (২০ জুন) দিনগত রাত সাড়ে ১১টায় তানোর থানাধীন লালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সিটের নিচ থেকে ৯৯ পিস ট্যাপেন্টাডল এবং মাদক বহনকাজে ব্যবহৃত ১টি সিএনজি-জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ ময়েন উদ্দিন (৪২), সে তানোর থানার সেলামপুর গ্রামের মৃত তছির মন্ডলের ছেলে।
শনিবার বিকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, জানতে পারেন, তানোর থানাধীন লালপুর বাজারে ১জন মাদক কারবারী সিএনজিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে চালকের সিটের নীচে বক্সের ভিতর থেকে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করা হয়। সেই সাথে জব্দ করা হয় সিএনজিটিও।
গ্রেফতার ময়েন নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারী। সিএনজি চালানো তার লোক দেখানো পেশা। এই পেশার আড়ালে দীর্ঘদিন যাবত গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেনসিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সিএনজি যোগে বহন করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে বিভিন্ন মাদক কারবারী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
এ ব্যপারে ময়েনের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে তানোর থানা পুলিশ।
শুক্রবার (২০ জুন) দিনগত রাত সাড়ে ১১টায় তানোর থানাধীন লালপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার সিটের নিচ থেকে ৯৯ পিস ট্যাপেন্টাডল এবং মাদক বহনকাজে ব্যবহৃত ১টি সিএনজি-জব্দ করা হয়।
গ্রেফতার মোঃ ময়েন উদ্দিন (৪২), সে তানোর থানার সেলামপুর গ্রামের মৃত তছির মন্ডলের ছেলে।
শনিবার বিকালে র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫, জানতে পারেন, তানোর থানাধীন লালপুর বাজারে ১জন মাদক কারবারী সিএনজিতে ট্যাপেন্টাডল ট্যাবলেট নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে চালকের সিটের নীচে বক্সের ভিতর থেকে ৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট-সহ তাকে গ্রেফতার করা হয়। সেই সাথে জব্দ করা হয় সিএনজিটিও।
গ্রেফতার ময়েন নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারী। সিএনজি চালানো তার লোক দেখানো পেশা। এই পেশার আড়ালে দীর্ঘদিন যাবত গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেনসিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সিএনজি যোগে বহন করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারীভাবে বিভিন্ন মাদক কারবারী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছিল বলে জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
এ ব্যপারে ময়েনের বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে তানোর থানা পুলিশ।