মহানগরীতে ঈদ পূর্ণমিলনী উপলক্ষে ভাই বন্ধুদের বর্ণাঢ্য র‌্যালী

আপলোড সময় : ২১-০৬-২০২৫ ০৯:৩৫:২৭ অপরাহ্ন , আপডেট সময় : ২১-০৬-২০২৫ ০৯:৩৫:২৭ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে ঈদ পূর্ণমিলনী- ২০২৫ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২১ জুন) বিকাল সাড়ে ৫টায় নগরীর বোয়ালিয়া থানার সাহেব বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন শেষে সিটি সেন্টারের গিয়ে র‌্যালিটি সমাপ্ত হয়। এতে প্রায় ১২শত থেকে ১৫শত যুবক ও তরুণরা অংশ গ্রহণ করেন। তবে তারা পরস্পর ভাই বন্ধু। তবে বর্ণাঢ্য র‌্যালীটি ছিল চোখে পড়ার মত। রাস্তার পাশের সারি সারি লোকজন দাড়িয়ে র‌্যালীটি উপভোগ করতে দেখা যায়।

র‌্যালীতে নেতৃত্ব প্রদান করেন, মোঃ তারিক আজিজ সিজার।

মোঃ তারিক আজিজ সিজার জানায়, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ছোট ভাই ও বন্ধুদের নিয়ে ঈদ পূর্ণ মিলনী আনুষ্ঠান পরিকল্পনা ছিল শুরু থেকেই। কিন্তু তিব্র তাপদাহ ও ভ্যাপসা গরমের কারনের বার বার র‌্যালীর তারিখ পরিবর্তন করা হয়েছে। অবশেষে বর্ষার বৃষ্টি শুরু হওয়ার শিতল আবহাওয়া বিরাজ করছে নগরীতে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আমাদের ভাই বন্ধুদের মিলনমেলা এবং বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন শেষ করলাম।

তিনি আরও বলেন, বিগত দিনে আওয়ামী স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে মানুষের বাক-স্বাধীনতা ছিল না। ফলে এই ধরনের আয়োজন থেকে আমরা বিরোধী দলের লোকজন বঞ্চিত ছিলাম। এখন বুকভরে শ্বাস নিচ্ছি আর মন খুলে উল্লাস করছি। কোন বাধা নাই। আমরা স্বাধীন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]