যশোরে করোনায় ২ দিনে প্রাণ গেল তিনজনের, আতঙ্কে মানুষ

আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১০:১২:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১০:১২:১৮ অপরাহ্ন
যশোরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২০ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছাবিনা খাতুন (৫৫)। তিনি সাতক্ষীরার কলারোয়া পৌরসভার গদখালী ঝিকরা গ্রামের বাসিন্দা। 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. বজলুর রশিদ টুলু বিষয়টি নিশ্চিত করেছেন।
 
হাসপাতাল সূত্রে জানা গেছে, ছাবিনা খাতুন যশোরে করোনার দ্বিতীয় ধাপে প্রথম শনাক্ত হওয়া রোগী। তিনি গত ১১ জুন শ্বাসকষ্ট নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরদিন শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয় এবং সেদিন থেকেই তিনি আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন।

হাসপাতালের আইসিইউ বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. রবিউল ইসলাম জানান, শুক্রবার বিকেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে শরীরে অক্সিজেনের মাত্রা মারাত্মকভাবে কমে যাওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই তার মৃত্যু হয়।

এর আগে গত বুধবার সকাল ও দিবাগত রাতে আরও দুইজন করোনায় আক্রান্ত রোগী মারা যান। এরা হলেন আমির হোসেন পারু (৬৮) ও শেখ ইউসুফ আলী (৪৫)।

তারা দুজনই যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরমধ্যে আমির হোসেন পারু মণিরামপুর ও শেখ ইউসুফ আলী বাঘারপাড়া উপজেলার বাসিন্দা।
 
মাত্র দুই দিনের ব্যবধানে করোনায় তিনজনের মৃত্যুতে যশোরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে সাধারণ মানুষের মধ্যে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

যশোরের সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, করোনা আক্রান্তদের মধ্যে যারা বয়স্ক এবং পূর্ব থেকেই নানা রোগে আক্রান্ত, তাদের ঝুঁকি বেশি।

তিনি সবাইকে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]