‘হাউজফুল ৫’ সিনেমার দুই সপ্তাহের আয় ১৬৭.৯০ কোটি রুপি

আপলোড সময় : ২০-০৬-২০২৫ ০৫:৪৪:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৫ ০৫:৪৪:৪৭ অপরাহ্ন
বলিউড অভিনেতা অক্ষয় কুমার অভিনীত ‘হাউজফুল ৫’ সিনেমাটি মুক্তির পর থেকেই চলচ্চিত্রপ্রেমীদের থেকে ব্যাপক ভালোবাসা পাচ্ছে। ‘হাউজফুল’ ফ্র্যাঞ্চাইজির এই কমেডি-ড্রামা ঘরানার সিনেমাটি ৬ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এই মাল্টিস্টারার সিনেমায় অক্ষয় কুমার ছাড়াও অভিষেক বচ্চন এবং রীতেশ দেশমুখের মতো তারকাদের মুখ্য ভূমিকায় দেখা যাচ্ছে। সবাই তাদের কমেডির দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেছেন। চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকেও ভালো মতামত লাভ করেছে।

এদিকে সিনেমাটি মুক্তির পর ১৪ দিন কেটে গেছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার ‘হাউসফুল ৫’ এর বক্স অফিসের পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে। জেনে নেওয়া যাক এখন পর্যন্ত কত আয় করেছে সিনেমাটি-

‘হাউজফুল ৫’ উদ্বোধনী দিনে ২৪ কোটি রুপি দিয়ে আয়ের খাতা খুলেছিল। তবে তারপর ক্রমে ক্রমে ‘হাউসফুল ৫’র আয় প্রতিদিনই অল্প অল্প করে কমছে। এমন পরিস্থিতিতে এর বৃহস্পতিবারের সংগ্রহ প্রকাশ্যে এসেছে। ‘স্যাকনিল্কে’র প্রাথমিক প্রতিবেদন অনুসারে, ‘হাউসফুল ৫’ ১৪ তম দিনে দেশীয় বক্স অফিসে ২.৬৫ কোটি রুপি আয় করেছে। এ মুহূর্তে এ সিনেমার মোট সংগ্রহ দাঁড়িয়েছে ১৬৭.৯০ কোটি রুপি। যদিও এর আয় আরও বাড়বে বলেই আশা করা হচ্ছে। দেখা যাক সিনেমাটির প্রতিদিনের আয়ের চিত্র-

মুক্তির ১ম দিন ২৪ কোটি রুপি, ২য় দিন ৩১ কোটি রুপি, ৩য় দিন ৩২ কোটি রুপি, ৪র্থ দিন ১৩ কোটি রুপি, ৫ম দিন ১১.২৫ কোটি রুপি,

৬ষ্ঠ দিন ৮.৫ কোটি রুপি, ৭ম দিন ৭ কোটি রুপি, ৮ম দিন ৬ কোটি রুপি, ৯ম দিন ৯.৫ কোটি রুপি, ১০ম দিন ১১.০৫ কোটি রুপি, ১১ম দিন ৩.৭৫ কোটি রুপি, ১২ম দিন ৪.২৫ কোটি রুপি, ১৩ম দিন ৩ কোটি রুপি, ১৪ম দিন ২.৬৫ কোটি রুপি। সিনেমাটির মোট সংগ্রহ ১৬৭.৯০ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২৩৬ কোটি টাকারও বেশি।

‘হাউসফুল ৫’ সিনেমায় অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ এবং অভিষেক বচ্চন ছাড়াও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত, জ্যাকি শ্রফ, নানা পাটেকর, জ্যাকুলিন ফার্নান্দেজ, সোনম বাজওয়া, সৌন্দর্য শর্মা, চিত্রাঙ্গদা সিং, দিনো মোরিয়া এবং নার্গিস ফাকরি প্রমুখ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]