ইরানের নতুন গোয়েন্দাপ্রধান হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি

আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১২:০২:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১২:০২:৩৩ অপরাহ্ন
ইরানের নতুন গোয়েন্দাপ্রধান হলেন ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ খাদেমি। গত ১৫ জুন ইজ়রায়েলি হামলায় মৃত্যু হয়েছিল সে দেশের সশস্ত্র বাহিনীর গোয়েন্দা বিভাগের প্রধান মহম্মদ কাজ়েমির। সেই হামলাতেই মৃত্যু হয়েছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর প্রধান (চিফ অফ স্টাফ) মেজর জেনারেল মহম্মদ হোসেন বাগেরির, প্রধান কমান্ডার জেনারেল হোসেন সালামি এবং ডেপুটি কমান্ডার জেনারেল গোলাম আলি রশিদেরও।

ইরান ইন্টারন্যাশনালের প্রতিবেদন অনুযায়ী, সে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের গোয়েন্দা সুরক্ষা সংস্থার প্রধান হিসাবে দায়িত্ব পালন করেছেন মাজিদ। এর আগে প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য সুরক্ষা দফতরেরও দায়িত্বে ছিলেন তিনি। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ওই দফতরের প্রধান ছিলেন মাজিদ। জাতীয় নিরাপত্তায় তাঁর ভূমিকা অপরিসীম। এ বার তাঁর হাতেই দেশের গোয়েন্দা বিভাগের দায়িত্ব দেওয়া হল।

ইরান-ইজ়রায়েলের মধ্যে হানাহানি অব্যাহত। শুক্রবার দুই দেশের যুদ্ধ অষ্টম দিনে পড়ল। ইজ়রায়েলের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিচ্ছে ইরানের একের পর এক তৈলভান্ডার, সেনাছাউনি। তাদের হামলা এখনও পর্যন্ত ইরানের সশস্ত্র বাহিনী বেশ কয়েক জন উচ্চপদস্থ কর্তা। পাল্টা হামলা চালাচ্ছে ইরানও। কখনও ড্রোন, আবার কখনও ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ছে ইজ়রায়েলে। সে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা ‘আয়রন ড্রোম’ ভেদ করে ধ্বংস করছে ইজ়রায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপত্য! এই যুদ্ধে দুই দেশেরই বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে।

ইরান-ইজ়রায়েল সংঘাতে উত্তপ্ত পশ্চিম এশিয়া। এই যুদ্ধে আমেরিকার মতো দেশও সরাসরি যোগ দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার বার ইরানকে যুদ্ধের পথ থেকে সরে আসার কথা বলেছেন। শুধু তা-ই নয়, হুঁশিয়ারির সুরে তাঁকে এ-ও বলতে শোনা গিয়েছে, যদি ইরান যুদ্ধ বন্ধ না করে তবে ‘ভয়াবহ’ পরিস্থিতি হবে। ইরানও পাল্টা হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছে। সেই আবহেই ব্রিটেন, ফ্রান্স, জার্মানির প্রতিনিধিদের সঙ্গে শুক্রবার বৈঠকে বসতে পারেন ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সুইৎজ়ারল্যান্ডের জেনেভায় ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কাল্লাসের সঙ্গে বৈঠকে বসবেন ব্রিটেন, ফ্রান্স, জার্মানির প্রতিনিধিরা। তার পরেই তাঁরা ইরানের বিদেশমন্ত্রী আরাগচির সঙ্গে বৈঠকে বসতে পারেন। শুক্রবারের বৈঠকে ইরানকে কি সেই আলোচনার টেবিলেই নিয়ে আসতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন ও তার তিন দেশ, সে দিকেই নজর রয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]