মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন বন্ধুর মৃত্যু

আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১১:৪১:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১১:৪১:৩৩ পূর্বাহ্ন
চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে তিন যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) এবং রিয়াজ (১৮)। তারা সবাই মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা ও পরস্পরের বন্ধু।

চট্টগ্রাম রেলওয়ে পুলিশের (জিআরপি থানা) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, তারা তিন বন্ধু রেললাইনের ওপর বসে আড্ডা দিচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী ট্রেনে কাটা পড়ে তারা মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]