ব্রিজ ভেঙে ট্রাক খালে, পিরোজপুরে যোগাযোগ বন্ধ

আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১১:৩৩:৪৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১১:৩৩:৪৩ পূর্বাহ্ন
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় অতিরিক্ত কয়লা বোঝাই একটি ট্রাক বেইলী ব্রিজ ভেঙে খালে পরেছে। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি। তবে, ব্রিজ ভেঙে পরায় উপজেলার কলারন-সন্ন্যাসী-মোড়লগঞ্জ-পিরোজপুর সড়কে যোগাযোগ বন্ধ রয়েছে।

শুক্রবার (২০ জুন) ভোররাত ৪টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে কলারন সন্ন্যাসীর মালবাড়ি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, ভোররাতের দিকে প্রায় ২৭ টন কয়লা বোঝাই ট্রাকটি ব্রিজ পার হওয়ার জন্য উঠলে ব্রিজটি ভেঙে পরে। স্থানীয়রা জানান,  এ ব্রিজটি অনেকটাই দুর্বল। পাঁচ টনের অধিক যানবাহন চলাচল আগেই নিষিদ্ধ করা হয়েছে। গতরাতে অতিরিক্ত কয়লা ভর্তি ট্রাক ব্রিজে ওঠার কারনে এটি ভেঙে পরেছে।

পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ জানান, দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]