চন্দ্রিমার কালচিকা গ্রামে সাবেক আ’লীগ সভাপতি মসলেমের নেতৃত্বে হামলার অভিযোগ ! ৫জন নারী-সহ আহত-৭

আপলোড সময় : ২০-০৬-২০২৫ ১১:০৭:১৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২০-০৬-২০২৫ ১১:০৭:১৮ পূর্বাহ্ন
রাজশাহী নগরীতে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের ৩জন-সহ ৭জন আহত হয়েছেন। আহতের মধ্যে নারী ৫জন ও ২জন পুরুষ রয়েছেন।

আহতরা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ১ ও ৮ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। 

বৃহস্পতিবার সকাল ৬টার নগরীর চন্দ্রিমা থানার কালচিকা গ্রামে বাড়িতে ঢুকে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, মোঃ হাবিবুর রহমান (৩৩), আলিয়া বেগম (৪৫), রোজিনা বেগম (৩৫)। এরা তিন জন রামেকে চিকিৎসাধীন রয়েছেন। অন্যন্যরা হলেন, ইনছের আলী (৫০), আলেক জান (৪০), আবেদা বেওয়া (৮০), ছইদন বেগম (৩৮)। তারা সকলেই নগরীর চন্দ্রিমা থানার কালচিকা গ্রামের বাসিন্দা। আহত ৪জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছুটি দিয়েছেন চিকিৎসক।

রামেক হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর আহত আলিয়া বেগমের ছেলে মোঃ নসিম আলী জানায়, বৃহস্পতিবার (১৯ জুন) সকালে জমি জমা সংক্রান্ত পূর্ব শত্রæতার জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ পারিলা ইউনিয়নের (৬নং ওয়ার্ড) সাবেক আওয়ামী লীগ সভাপতি মোঃ মসলেম উদ্দিনের নেতৃত্বে সোহেল, সাহার, বাহার, বাবু, আবু, মুকবুল, দাউদ, মুজাম্মেল হক, ওলিত, মুসদার আজম, চয়ন, মনি, রাব্বি এরা আওয়ামী লীগ কর্মী ও আসাদুল-সহ ৩জন মহিলা লাঠী, সোটা ও দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বাড়িতে ঢুকে অতর্কীত হামলা চালায়। এ সময় তারা ৫জন নারী ও ২জন পুরুষকে ধারালো অস্ত্র ও লাঠী সোটা দিয়ে বেধড়ক পিটিয়ে করে গুরুতর আহত করে। পরে আহতদের স্বজনরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে ৪জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন চিকিৎসক। তবে আমার ভাই হাবিব, মা অলেয়া বেগম ও ফুপাতবোন রোজিনা গুরুতর আহত হওয়ায় তাদের ১ ও ৮নং ওয়ার্ডে ভর্তি করেন কর্তব্যরত চিকিৎসক। 

এ ব্যপারে আমার পিতা মোঃ ইনছার আলী বাদী হয়ে চন্দ্রিমা থানায় একটি অভিযোগ দায়ের করেন। চিকিৎসা শেষে মামলা করবেন বলেও জানান মোঃ নসিম আলী।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আবুল কালাম আজাদ জানান, চন্দ্রিমা থানার কালচিকা গ্রামে জমি সংক্রান্ত পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের হামলার ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের লোকজন আহত হয়েছেন।

অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]