মধ্যবৃত্ত পরিবারের জন্য সাশ্রয়ী মুল্যে ঢাকা শহরে নিজের ফ্ল্যাট ও দোকান

আপলোড সময় : ১৯-০৬-২০২৫ ১১:২৬:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৬-২০২৫ ১১:২৬:৪৮ অপরাহ্ন
ভিলেজ ল্যান্ডমার্ক লিমিটেড ২০১৮ সাল থেকে ঢাকার শিক্ষানগরী নামে পরিচিত পশ্চিম উত্তরা বিরুলিয়া ঢাকা নামক স্থানে ”কম খরচে শেয়ারে নিজের বাড়ি নিজে করি” এই উদ্দেশ্যকে সামনে রেখে মধ্যবৃত্ত পরিবারের স্বপ্ন বাস্তবে রুপ দেবার জন্য ৪০% কম খরচে ফ্ল্যাট ও দোকান তৈরী করার কাজ শুরু করে।

প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এর সাথে কথা বলে জানা গেছে, ৬ষ্ঠ প্রজেক্ট এর সফল সমাপ্তির পরে প্রস্তাবিত ১২০ ফিট মেইন রোডের সাথে তিন দিকের রাস্তা সম্বলিত ২৮ কাঠা জমির উপরে ৭ম প্রজেক্ট ভিলেজ প্লাজা ১১ তলা বিশিষ্ট্য কমার্শিয়াল কাম রেসিডেনসিয়াল ভবন নির্মনের কাজ শুরু করতে যাচ্ছে। বেসমেন্টে থাকছে কারপার্কিং সুবিধা, ১ম থেকে ৩য় তলা পর্যন্ত ১২৮ টি দোকান নিয়ে শপিংমল এবং ৪র্থ থেকে ১১তম তলা পর্যন্ত ১২৮টি ফ্ল্যাট থাকছে।

যেখানে প্রতিটি পরিবারের জন্য থাকছে ৩রুম বিশিষ্ট্য ৯৮০ স্কয়ারফিটের একটি ফ্ল্যাটের সাথে ২৪৪ স্কয়ারফিটের একটি দোকান এবং ৫ রুম বিশিষ্ট্য ১৯৬০ স্কয়ারফিটের একটি ফ্ল্যাটের সাথে ২৪৪ স্কয়ারফিটের দুইটি দোকান।

মাত্র ২ হাজার টাকা স্কয়ারফিট খরচে তৈরী হবে আপনার স্বপ্নের ফ্ল্যাট ও দোকান। ১২৮টি শেয়ায়ের মধ্যে ৬৮টি শেয়ার বিক্রয় সম্পাদিত করে সাবকাবলা দলিলের মাধ্যমে শেয়ারহোল্ডারদের জমির অংশ বুঝিয়ে দেওয়া হয়েছে।  ওই প্রজেক্টে অগ্রীম কোন টাকা গ্রহন করা হয় না,জমির দলিল বুজে পাবার পরে টাকা গ্রহন করা হয়।

প্রজেক্ট এর পাশে রয়েছে ৭টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। তার মধ্যে উল্ল্যেখযোগ্য, হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সিটি ইউনিভার্সিটি, ইষ্টার্ণ ইউনিভার্সিটি, ফয়েজউল্লাহ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় ও কলেজ। 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]