প্রকৃতির কোলে শান্ত এক বিকেল কাটাচ্ছেন মিম

আপলোড সময় : ১৭-০৬-২০২৫ ০৩:০৯:৩৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৬-২০২৫ ০৩:০৯:৩৫ অপরাহ্ন
প্রকৃতির কোলে শান্ত এক বিকেল কাটাচ্ছেন বিদ্যা সিনহা মিম। ঈদের ছুটিতে স্বামী সনি পোদ্দারকে সঙ্গে নিয়ে ঘুরতে গিয়েছেন দক্ষিণ এশিয়ার লীলাভূমি শ্রীলঙ্কায়। আর সেখানকার একের পর এক নয়নাভিরাম ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন এই লাক্স তারকা।

সাম্প্রতিক পোস্টে মিমকে দেখা গেছে কন্দালামা হ্রদের পাড়ে, সবুজে ঘেরা এক রিসোর্টের সুইমিংপুলে জলকেলিতে মেতে উঠতে। এক পাশে পাহাড়, অন্য পাশে নীল জলরাশি। প্রকৃতির এমন অসাধারণ আবহে নিজেকে যেন হারিয়ে ফেলেছেন ‘আমার আছে জল’ খ্যাত অভিনেত্রী। ছবির সঙ্গে জুড়ে দিয়েছেন দারুণ এক ক্যাপশন. “যখন প্রকৃতি তোমার হাতের তালুতে পুরোপুরি এসে যায়।” ছবির সৌন্দর্য আর ক্যাপশনের ভাব। দুটোই যেন একে অন্যের পরিপূরক।

বিদ্যা সিনহা মিমের ভ্রমণপ্রেমের কথা তার ভক্তদের অজানা নয়। গেল ঈদেও তিনি পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন থাইল্যান্ডে। এবার ভ্রমণের সঙ্গী হয়েছেন জীবনসঙ্গী।

তবে ভ্রমণে যতটা সরব, অভিনয়ে ততটাই নীরব মিম। সর্বশেষ ২০২২ সালের ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত রায়হান রাফী পরিচালিত ‘দামাল’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। তারও আগে, ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত ‘পারণ’ ছবির জন্য তিনি প্রশংসিত হন দর্শক-সমালোচক উভয়ের কাছে। ওই ছবির পর বেশ কিছু ছবির প্রস্তাব এলেও গল্প ও চরিত্র আকর্ষণীয় না হওয়ায় নিজেকে বিরত রেখেছেন নতুন কাজ থেকে।

তবে পর্দার বাইরে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি রীতিমতো জনপ্রিয়। তার ঘোরাঘুরির ছবি, স্টাইল স্টেটমেন্ট আর ব্যক্তিগত মুহূর্তগুলোতে মুগ্ধ ভক্তরা। কন্দালামা হ্রদের ওই ছবিগুলোও তার প্রমাণ।

এখন দেখার অপেক্ষা, এই সফরের স্মৃতি শেষে কখন আবার পর্দায় ফেরেন বিদ্যা সিনহা মিম।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]