কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৩

আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ১০:৩৪:২৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ১০:৩৪:২৮ পূর্বাহ্ন
ক্সবাজারের রামুতে বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাবা-ছেলে-সহ ৩জন নিহত হয়েছেন।

সোমবার (১৬ জুন) সকাল ৯টার দিকে রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের জেটি রাস্তা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫), তার শিশু ছেলে রিয়াদ ও রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমজিম বড়ুয়া (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রামগামী পূরবী পরিবহণের যাত্রীবাহী একটি বাস ও কক্সবাজারগামী একটি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এ সময় আরও কয়েকজন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈয়বুর রহমান।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]