পুঠিয়ায় বিপুল পরিমান ইয়াবা-সহ গ্রেফতার মাদক কারবারী সাকিল

আপলোড সময় : ১৬-০৬-২০২৫ ০৯:৫৯:৪৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৬-০৬-২০২৫ ০৯:৫৯:৪৫ পূর্বাহ্ন
রাজশাহীর পুঠিয়া উপজেলায় বিপুল পরিমান ইয়াবা ট্যাবলেট-সহ মোঃ সাকিল সরদার (২৭), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (১৫জুন) দিনগত রাত সোয়া ১২টায় পুঠিয়া থানাধীন শিবপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৯৭ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ-৮০১০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতার মাদক কারবকারী মোঃ সাকিল সরদার, সে রাজশাহীর বাগমারা থানার বাছিয়াপাড়া গ্রামের মোঃ কামাল সরদারের ছেলে।

সোমবার সকাল সাড়ে ৯টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার মাদক কারবারী সাকিল সরদার নিজ এলাকার চিহ্নিত মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত ফেনসিডিল, গাঁজা, ইয়াবা ট্যাবলেট-সহ বিভিন্ন ধরণের মাদক অজ্ঞাত সংগ্রহ করে রাজশাহীর বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছিল।

এ ব্যপারে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুঠিয়া থানা পুলিশ।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]