হামলার আশঙ্কায় ইরান-ইসরায়েল-ইরাকের আকাশসীমা বন্ধ ঘোষণা

আপলোড সময় : ১৩-০৬-২০২৫ ১০:৫১:৩৯ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৬-২০২৫ ১০:৫১:৩৯ পূর্বাহ্ন
ইসরায়েলের বিমান হামলার পর সাময়িকভাবে ইরানের আকাশসীমা বন্ধ করে দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) দিবাগত রাত ৩টার দিকে হামলার পর দেশটিতে আগমন ও প্রস্থানের সকল ফ্লাইট বাতিল করা হয়।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটরাডার-২৪ এর দাবি, আকাশসীমা বন্ধের পরও কিছু উড়োজাহাজ দেখা গেছে ইরানের আকাশে। অন্যদিকে ইসরায়েলও বন্ধ করে দিয়েছে দেশটির আকাশসীমা।

তেলআবিব প্রশাসন জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখা হচ্ছে সামরিক ও বেসামরিক- উভয় ধরনের ফ্লাইট।

একই ধরনের পদক্ষেপ নিয়েছে ইরানের পার্শ্ববর্তী দেশ ইরাকও। পুনরায় হামলার আশঙ্কায় সকল ধরনের বিমান চলাচল স্থগিত করেছে দেশটি।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]