ঊষা কেন্দ্রীয় কমিটির সভাপতি হলেন ছাত্রলীগ নেতা পাভেল

আপলোড সময় : ১২-০৬-২০২৫ ১২:৫৩:০৩ অপরাহ্ন , আপডেট সময় : ১২-০৬-২০২৫ ১২:৫৩:০৩ অপরাহ্ন
ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়শন (ঊষা) কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি মনোনীত হয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের সমন্বয়কদের অন্যতম সদস্য শিবলি রহমান পাভেল। পাভেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০২০ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী। বিপ্লব পরবর্তী সময়ে ছাত্রলীগের এই নেতা ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় হয়েছেন বলে জানা গেছে। 

গত সোমবার (০৯ জুন) ঊষার ৩৯ তম ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়। এতে স্বজনপ্রীতি ও আওয়ামী দোসরদের পূর্নবাসনের অভিযোগ এনে কমিটি বয়কট করে স্থান ত্যাগ করেন সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং এ কমিটি বাতিল করে পূণরায় গঠনের দাবি উঠলেও তা বহাল তবিয়তে রয়েছে। 

ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিজ নিজ ক্যাম্পাস থেকে ঊষার কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। কমিটি প্রকাশের পর কেন্দ্রীয় এ কমিটি থেকে অধিকাংশ নেতা অফিসিয়ালি পদত্যাগ করবেন বলেও জানা গেছে। 

কমিটি প্রকাশের পর ক্ষোভ জানিয়েছে ঊষা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সভাপতি তানজিল হোসেন সানমুন হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেন "আসসালামুয়ালাইকুম, প্রথমেই দুঃখ প্রকাশ করছি, কিন্তু যেহেতু এই কমিটি একটি সিলেকশন পন্থা অবলম্বন করে তৈরি, অবশ্যই আপনাদের উচিত ছিল আরো বেশি সতর্ক এবং জুলাই অভ্যুত্থানের সরাসরি বিরোধিতাকারী কাউকে না পদ দেওয়া। আমি আপনাদের কার্যক্রমের তীব্র নিন্দা এবং পুনঃ বিবেচনার দাবি জানাচ্ছি"

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঊষা সহ-সভাপতি তাবাসসুম কবীর বলেন, " স্বজনপ্রীতি করে আওয়ামী লীগের দোসরকে ঊষার সভাপতি বানানো হয়েছে যা জুলাই বিপ্লবকে অবমাননার সমান এবং ঊষার সাথে প্রহসন। আমরা এ কমিটি বয়কট করেছি। অধিকাংশ বিশ্ববিদ্যালয় এ সিদ্ধান্ত নিয়েছে।

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : rajshahirsomoy@gmail.com,                    md.masudrana2008@gmail.com