হজের ফিরতি ফ্লাইট শুরু আজ

আপলোড সময় : ১০-০৬-২০২৫ ১২:৫৩:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ১০-০৬-২০২৫ ১২:৫৩:০৪ অপরাহ্ন
শেষ হয়েছে পবিত্র হজের সকল আনুষ্ঠানিকতা। এখন চলছে দেশে ফেরার প্রস্তুতি। আজ মঙ্গলবার (১০ ‍জুন) থেকে শুরু হচ্ছে বাংলাদেশি হজযাত্রীদের ফিরতি ফ্লাইট। চলবে ১০ জুলাই পর্যন্ত।
 
বাংলাদেশ থেকে এ বছর হজ পালন করেছেন ৮৭ হাজার ১৫৭ জন। এর মধ্য ১৯ জন হজ যাত্রী মৃত্যুবরণ করেন। চলতি হ্জ মৌসুমে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৪৩৬টি ভুয়া হজ এজেন্সি বন্ধ করে দেয় এবং ৪৬২ জনকে আাইন লঙ্ঘন করায় গ্রেপ্তার করে। 

এদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে সৌদি আরবে গিয়ে এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৯০ বাংলাদেশি।

এ ছাড়া ২৩ জন দেশটির সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
চাঁদ দেখা সাপেক্ষে এবার হজ অনুষ্ঠিত হয় ৫ জুন। হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩১ মে।
 

সম্পাদকীয় :

Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

রাজশাহীর সময় অনলাইন নিউজ পোর্টাল আবেদনকৃত চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর, ঢাকা ।

অফিস :

Head office: 152- Aktroy more ( kazla)-6204 Thana : Motihar,Rajshahi

Email : [email protected],                    [email protected]