নওগাঁ শহরের ঢাকা রোড় বাইপাস সড়কের পাশে হামীম ফিলিংস স্টেশনে পরিত্যক্ত গোডাউনে থেকে বাসাবাড়ির লুট করা লুকিয়ে রাখা মালামাল মঙ্গলবার সকাল ১০টায় উদ্ধার করে নওগাঁ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম ও শান্তাহার ফাঁড়ি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ সদর উপজেলার কাজীর মোর মৃত আব্দুল জব্বার এর ছেলে আদিল ডায়মন্ড এর বাড়ি টিএলবি ভি আই পি টাওয়ার এর ১০ম তলায় শিউলী আক্তার দীর্ঘ চার বছর ধরে পরিবার নিয়ে ভাড়া থাকতেন বাড়ি ভাড়ার টাকা শিউলী আক্তার এর ছেলে শিবলী আহমেদ প্রান্ত নিয়মিত ভাড়া প্রদান করেন কিন্তু হঠাৎ গত ২৮.০৭.২৪ তারিখে প্রান্তর বাবা জোবায়ের আলম অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যায়। ঢাকায় গিয়ে তিনি বেশী অসুস্থ হলে তাকে নিয়ে চিকিৎসার জন্য ঢাকায় অবস্থান করতে হয় চিকিৎসায় অনেক টাকা ব্যায় হয়। তার কারণে শিবলী আহমেদ প্রান্ত দুই মাস বাড়ি ভাড়া প্রদান করতে না পারায় বাড়ির মালিক আদিল ডায়মন্ড ও ইশতিয়াক আহমেদ রাহি ফোন দিয়ে প্রান্তকে বলেন ভাড়া দিতে না পরলে তালা ভেঙে বাসার সব মালামাল সড়িয়ে নিয়ে যাবে এবং বাসা অন্যত্র ভাড়া প্রদান করবেন। শিবলী আহমেদ প্রান্ত অল্প সময়ের মধ্যে বাড়ী ভাড়া প্রদান করবেন। এমতাবস্থায় গত ১১ জানুয়ারী বিকেল ৫টার সময় বাড়ির তালা ভেঙে আদিল ডায়মন্ড ও ইশতিয়াক আহমেদ রাহি সহ আরো অজ্ঞাতনামা যুবক বাড়িতে অনাধিকার প্রবেশ করে বাড়ির থাকা সকল মালামাল লুট করে মালামাল উদ্ধার করে পিবিআই পুলিশ।
এই বিষয়ে মামলার বাদি শিউলি আক্তার বলেন, আমি ভিআইপি টাওয়ারে দীর্ঘ চার বছর ধরে পরিবার নিয়ে ভাড়া ছিলাম কখনো কোন দিন তাদের ভাড়া চেয়ে নিতে হয়নি আমার স্বামী অসুস্থ হওয়ায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় থাকতে হয় অনেক টাকাপয়সা খরচ হয় সময় মতো দুই মাস আমি ভাড়া পরিশোধ করতে পারিনি তার জন্য আমার ঘরের তালা ভেঙে ডায়মন্ড ও রাহি ২৬ লক্ষ ৩৭ হাজার টাকার আসবাবপত্র লুট করে ফেলেছে। আমি কি এমন অপরাধ করেছি যে আমার সংসার এর সকল প্রকার আসবাবপত্র লুট করে পেট্রোল পাম্পে লুকিয়ে রেখেছে। দামী আসবাবপত্র গুলো বিক্রয় করে ফেলেছে। এই অমানবিক কাজের জন্য আমি আদালতে মামলা করলে আদালতের রায়ে আজকে পুলিশ এসে আমার আসবাবপত্র উদ্ধার করে। কিন্তু সকল প্রকার দামি আসবাবপত্র ও গহনাপত্র তারা বিক্রয় করে ফেলেছে। আমি সংসার করবো এমন কোন আসবাবপত্র নাই সকল তো কারা আসবাবপত্র নষ্ট করে ফেলেছে। আমি এর বিচার চাই।
বাড়ির মালিক আদিল ডায়মন্ড মুঠোফোনে জানান, আমার বাড়িতে ৪ বছর ধরে ভাড়া থাকতো প্রান্ত ও তার পরিবার তারা১৮ মাস ভাড়া দেয়নি তাদের কাছে বাড়ি ভাড়া চাইলে তারা বাড়ির মালামাল আমাকে লিখিত করে দিয়ে দেয়। বাড়ি ভাড়া দেওয়ার জন্য মালামাল অন্যত্র সরিয়ে রাখি।
নওগাঁ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ওসি প্রতাপ কুমার সিংহ বলেন, মামলাটি পিবিআই এ আসার পর থেকে আমরা অনেক তদন্ত সাপেক্ষে আজকে আদালতে রায়ে লুন্ঠিত মালামাল উদ্ধার করেছি। আরো বাকি মালামাল উদ্ধার এর চেষ্টা করছি। আসামি আটকের বিষয়ে জানতে চাইলে তিনি দৈনিক চিত্রকে বলেন আমরা তদন্ত করছি আরো তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবো।