মোহনপুরে জোরপূর্বক হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, ঐক্য পরিষদের সভাপতির মার্কেট দখল


মোহনপুর প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 12-05-2025

মোহনপুরে জোরপূর্বক হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান, ঐক্য পরিষদের সভাপতির মার্কেট দখল

রাজশাহীর মোহনপুরে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও নাঁকইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) দীলিপ কুমার সরকার তপন এর মার্কেট দখলের অভিযোগ পাওয়া গেছে। 

গত ৭ ই আগষ্ট বাকশিমইল রোডে নিজ জমিতে গড়ে তোলা ৫ কক্ষবিশিষ্ট মার্কেটটি দখল করে নেয় বাকশিমইল গ্রামের মৃত আলহাজ্ব আব্দুস সামাদের ছেলে আনোয়ার হোসেন গোলাপ (৫০)। এসময় মার্কেট মালিক তপন এর নামে থাকা রাজশাহী পল্লীবিদ্যুতের ৩টি মিটার ভাংচুর করে নিজ বাড়িতে রাখে আনোয়ার। পল্লীবিদ্যুত মোহনপুর জোনাল অফিসের লোকজন আনোয়ার এর বাড়ি হতে ভাঙ্গা ৩টি বৈদ্যুতিক মিটার উদ্ধার করলেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেননি রাজশাহী পল্লীবিদ্যুত। 

দখল হওয়া মার্কেটটি উদ্ধারে, মার্কেট মালিক তপন মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।

লিখিত অভিযোগ থেকে জানাগেছে, দীলিপ কুমার সরকার তপন দখল হওয়া মার্কেট এর পৌনে ২ শতক জমি কিনে নিয়ে ২০০৭ সালের মে মাসের ২ তারিখে নিজ নামে খারিজ করেন। যার হোল্ডিং নম্বর-৮৯২, রেকর্ড সার্ভে নম্বর-১৫০১, খতিয়ান নম্বর-৮৬০।তিনি পৌনে ২ শতক জমি কিনলেও দেড় শতক জমিতে ২০০৮ সালে ৫ কক্ষ বিশিষ্টি পাকা মার্কেট গড়ে তোলেন। সেখানে ব্যবসা পরিচালনার জন্য সাইদুর, বিশ্বজিৎ, আমিনা, মোস্তাক কাজি নামে দোকানভাড়া চুক্তিপত্রের মাধ্যমে ভাড়া দেন। ভাড়াটিয়ারা ওই মার্কেটে নিয়মিত ব্যবসা করে আসছিল। হঠাৎ ৭ আগষ্ট বাকশিমইল গ্রামের হাইব্রিড বিএনপিকর্মী আনোয়ার হোসেন গোলাপ নিজের জমি দাবি করে হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি ও প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত) দীলিপ কুমার সরকার তপনকে মেরে ফেলার হুমকি দিয়ে তার মার্কেটটি জোরপূর্বক দখলে নেয়। 

ভুক্তভোগী দিলীপ কুমার সরকার তপন মোহনপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। পুলিশ অভিযোগটি আমলেও নিলেও কোন কার্যকরী ব্যবস্থা নেয়নি। 

এবিষয়ে মোহনপুর থানা ওসি মোঃ আতাউর রহমান বলেন, মার্কেট দখল সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। পুলিশ কাজ করছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]