বিএসএফের রেখে যাওয়া ৭৮ জনকে কোস্টগার্ডে হস্তান্তর, রয়েছে নির্যাতনের চিহ্ন


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 11-05-2025

বিএসএফের রেখে যাওয়া ৭৮ জনকে কোস্টগার্ডে হস্তান্তর, রয়েছে নির্যাতনের চিহ্ন

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পশ্চিম সুন্দরবনের মান্দারবাড়িয়া চরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রেখে যাওয়া ৭৮ বাংলাদেশিকে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে বন বিভাগ। তাদের শরীরে নির্যাতনের চিহ্নও রয়েছে।

রেখে যাওয়ার এক দিন পর শনিবার (১০ মে) রাত ১১টার দিকে মান্দারবাড়িয়া ক্যাম্প থেকে তাদের কোস্টগার্ডের কাকা-দোবেকী ক্যাম্পে হস্তান্তর করা হয়।

বন বিভাগের কর্মকর্তারা জানান, এই ৭৮ বাংলাদেশির বেশিরভাগই অসুস্থ। কয়েকজনের শরীরে নির্যাতনের চিহ্ন আছে। 

বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মো. মশিউর রহমান বলেন, তাকে মান্দারবাড়িয়া ক্যাম্প থেকে জানানো হয় উদ্ধার ৭৮ জন একপ্রকার কয়েক দিন না খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের জন্য জরুরি ভিত্তিতে স্যালাইন, পানি ও খাবার প্রয়োজন। বিষয়টি জানার পর স্থানীয় প্রশাসন, আরজিবি ও বন বিভাগের সাতক্ষীরা রেঞ্জের সহযোগিতায় খাবার ও অন্যান্য পথ্য নিয়ে গতকাল সকালে তিনি মান্দারবাড়িয়া ক্যাম্পে পৌঁছান। তিনি সেখানে গিয়ে দেখেন, অধিকাংশই অসুস্থ। একজনের হাত ভেঙে গেছে। আরও কয়েকজনের শরীরে নির্যাতনের চিহ্ন আছে। তাদের খাবার, স্যালাইন ও পানি দেওয়ার পর তারা কিছুটা সুস্থ হয়ে ওঠেন। কোস্টগার্ডের কাকা-দোবেকী ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার আতিকুর রহমানের কাছে রাত ১১টার দিকে তাদের হস্তান্তর করা হয়। তাদের মোংলা কোস্টগার্ড অফিসে নিয়ে যাবে বলে তাকে জানানো হয়েছে।

এ বিষয়ে জানতে মোংলা কোস্টগার্ডের মিডিয়া বিভাগের মুঠোফোন নম্বরে কল করলে কেউ সাড়া দেননি।

বন কর্মকর্তা মো. মশিউর রহমান আরও বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা বিভিন্ন সময়ে কাজ করার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছিলেন। ভারতের বিভিন্ন স্থান থেকে দেশটির পুলিশ তাদের এক সপ্তাহ আগে আটক করে। পরে শুক্রবার ভোরে কয়েকটি স্পিডবোটে করে এনে সুন্দরবনের গহিনে মান্দারবাড়িয়া এলাকায় নামিয়ে দিয়ে যায়। পরে বন বিভাগের সদস্যরা তাদের উদ্ধার করে মান্দারবাড়িয়া ক্যাম্পে নিয়ে আসেন। উদ্ধার ব্যক্তিদের বাড়ি খুলনা বিভাগের বিভিন্ন জেলায়।

উদ্ধার হওয়া লোকজনের মধ্যে আছেন নড়াইলের কালিয়া উপজেলার বাবুপুর গ্রামের সাইদুল মোল্লা (২৭) ও একই উপজেলার আবু বকর (২২)। এই দুজনের বরাত দিয়ে বন কর্মকর্তা মশিউর বলেন, দুই বছর আগে কাজের সন্ধানে তারা অবৈধ পথে ভারতে যান। সেখানে তারা শ্রমিকের কাজ করতেন। ৬ মে ভারতীয় পুলিশ তাদের আটক করে পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা জেলার সন্দেশখালী বিএসএফ ক্যাম্পে হস্তান্তর করে। সেখানে দুই দিন রাখার পর শুক্রবার ভোরে সুন্দরবনের বাংলাদেশের অংশে রেখে যায়।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]