সিএমএসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণে কেন্দ্রীয় ব্যাংকের সাথে প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর


Sk. Nasir Hossain : , আপডেট করা হয়েছে : 07-05-2025

সিএমএসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণে কেন্দ্রীয় ব্যাংকের সাথে প্রাইম ব্যাংকের চুক্তি স্বাক্ষর

দেশের বিভিন্ন প্রান্তের প্রান্তিক, কটেজ, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই) উদ্যোক্তাদের আধুনিক ব্যবসায়িক জ্ঞান ও দক্ষতা অর্জনে প্রশিক্ষণ দেবে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাথে এ সম্পর্কিত একটি সমঝোতা স্মারক স্বাক্ষর (এমওইউ) করেছে ব্যাংকটি।

মূলত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কমপিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)’ শীর্ষক এক কর্মসূচি বাস্তবায়নে সিএমএসএমই উদ্যোক্তাদের এ প্রশিক্ষণ দেবে প্রাইম ব্যাংক।

এই কর্মসূচির আওতায় - আর্থিক সাক্ষরতা, বুক কিপিং, ডকুমেন্টস ম্যানেজমেন্ট, পণ্যের প্রচার ও প্রসারসহ নানাবিধ প্রাসঙ্গিক বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন উদ্যোক্তারা। প্রশিক্ষণ প্রদান করবেন অভিজ্ঞ বিশেষজ্ঞরা, যাতে উদ্যোক্তারা প্রাতিষ্ঠানিক ব্যাংকিং সেবার আওতায় আসতে পারেন।

২০২৭ সালের মধ্যে উদ্যোক্তা প্রশিক্ষণ ও অর্থায়ন উপযোগী উদ্যোক্তা তৈরিতে অন্যান্য অংশগ্রহণকারী আর্থিক প্রতিষ্ঠানসমূহের সঙ্গে যৌথভাবে পার্টিসিপেটরি ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশন হিসেবে কাজ করবে প্রাইম ব্যাংক পিএলসি.।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার। এছাড়াও বাংলাদেশ ব্যাংক ও প্রাইম ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]