‘গুজব' ছড়িয়ে শেয়ার বাজারে কারসাজির অভিযোগ


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 06-05-2025

‘গুজব' ছড়িয়ে শেয়ার বাজারে কারসাজির অভিযোগ

টানা তিন সপ্তাহ দরপতনের পর হঠাৎ করেই দেশের শেয়ার বাজার যেন ঘুরে দাঁড়িয়েছে। চলতি সপ্তাহে রোব ও সোমবার দুই কার্যদিবসেই বেশির ভাগ কোম্পানির শেয়ারের দর বেড়েছে। এতে মূল্যসূচকে ইতিবাচক প্রভাব পড়েছে। বেড়েছে লেনদেনও। এ অবস্থায় বিনিয়োগকারীরাও যেন কিছুটা নড়েচড়ে বসেছেন।

তবে বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, বাজার ঘুরে দাঁড়াতে যে বিষয়গুলো দরকার তা বাজারে নেই। গত ৮-৯ মাসে ভালো কোনো কোম্পানি তালিকাভুক্ত হয়নি। গত দেড় দশকে যে কোম্পানিগুলো তালিকাভুক্ত হয়েছে, তার অধিকাংশই দুর্বল। এসব কোম্পানিতে বিনিয়োগ করে বিনিয়োগকারীরা পথে বসেছেন। বাজারে কারসাজি রোধ, সুশাসন নিশ্চিতেও এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো ভূমিকা নেয়নি নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। তাহলে বাজার কীভাবে ভালো হবে? আসলে ‘গুজব’ ছড়িয়ে এ কাজটি করা হচ্ছে। তারা বলেছেন, ‘গুজব' ছড়ানো হচ্ছে যে, বিএসইসির চেয়ারম্যান সরে দাঁড়াচ্ছেন, কিংবা তাকে সরানো হচ্ছে। আসলে বাজারে কারসাজি চক্র এখনো সক্রিয়। তারাই এ ধরনের গুজব ছড়াচ্ছে।

বাজারের লেনদেনচিত্র পর্যালোচনায় দেখা যায়, গতকাল দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৮৪ কোটি টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে ব্লক মার্কেটে ১৬৭ কোটি ৬২ লাখ টাকা লেনদেন হয়েছে। শুধু তা-ই নয়, ব্লক মার্কেটে লেনদেনের মধ্যে ১৪৬ কোটি টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। সংশ্লিষ্টরা বলেছেন, ব্লক মার্কেটের লেনদেন বাদ দিলে দাঁড়ায় ৪১৭ কোটি টাকা। গত রোববার এ বাজারে লেনদেন হয়েছে ৩৯৯ কোটি টাকা। এর আগে গত বৃহস্পতিবার ছুটির কারণে শেয়ার বাজার বন্ধ ছিল। তার আগের দিন বুধবার ৩২৬ কোটি টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসগুলোতে লেনদেন ৩০০ কোটির ঘরেই ছিল।

বাজার সংশ্লিষ্টরা বলেছেন, লেনদেন যে কিছুটা বেড়েছে। এটা বাজার নিয়ে নানা ধরনের গুজবের কারণেই হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনকৃত মোট ৪০০টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৭৩টির, কমেছে ১৬৯টির। আর দর অপরিবর্তিত রয়েছে ৫৮টির। এতে এই বাজারের প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৬৪ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহসূচক ডিএসইএস ১ পয়েন্ট কমে ১ হাজার ৯৮ পয়েন্টে ও ডিএস ৩০ সূচক ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৪৪ পয়েন্টে দাঁড়িয়েছে। গত রোববার এ বাজারের প্রধান সূচকটি বাড়ে ৩৮ পয়েন্ট।

বাজারের এ অবস্থায় কোনোভাবেই 'মন্দ' শেয়ার না কেনার পরামর্শ দিয়েছেন দেশের একটি শীর্ষ ব্রোকারেজ হাউজ সার সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান। তিনি বলেন, বাজারে এখন অনেক ভালো শেয়ার অবমূল্যায়িত অবস্থায় আছে। সেসব শেয়ার না কিনে কেউ যদি গুজবে কান দিয়ে ‘মন্দ’ শেয়ার কিনে লোকসান করেন। তাহলে তাকেই এর দায়দায়িত্ব নিতে হবে। 

এ প্রসঙ্গে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) প্রেসিডেন্ট সাইফুল ইসলাম গতকাল ইত্তেফাককে বলেন, বাজারে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। আমরা বাজার নিয়ে হতাশ। কারণ, গত ৯ মাসে দেশের প্রতিটি সেক্টরের উন্নয়নে দিকনির্দেশনা এসেছে। সেসব বাস্তবায়নও করা হচ্ছে। কিন্তু পুঁজিবাজারের উন্নয়নে সে রকম কোনো দিকনির্দেশনা এখন পর্যন্ত নেই। সবমিলিয়ে বিনিয়োগকারীরা বাজার নিয়ে আস্থাহীনতায় ভুগছে।

বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগের গুজব প্রসঙ্গে বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম ইত্তেফাককে বলেন, এটা শতভাগ গুজব। এর কোনো সত্যতা নেই। তিনি বলেন, চেয়ারম্যান মহোদয় এখন অফিসিয়াল সফরে দেশের বাইরে আছেন। তিনি ১৫ মে দেশে ফিরবেন। বিএসইসির মুখপাত্র বিনিয়োগকারীদের কোনো ধরনের গুজবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]