ইরানের নতুন ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম ১২০০ কিমি দূরেও!


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 05-05-2025

ইরানের নতুন ক্ষেপণাস্ত্র আঘাত হানতে সক্ষম ১২০০ কিমি দূরেও!

পশ্চিমাদের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করল ইরান। ১২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ‘কাসেম বসির’ নামের ক্ষেপণাস্ত্রটি। ইরানের গণমাধ্যমের দাবি, এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘থাড’ ভেদ করতে সক্ষম।

উত্তপ্ত মধ্যপ্রাচ্যে আগুনের নতুন গোলা ছুড়ল ইরান। আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বসির’। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এটি ১২০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমনকি যুক্তরাষ্ট্রের থাড প্রতিরক্ষা ব্যবস্থাকে সহজেই ফাঁকি দিতে পারে এই মিসাইল। 

ক্ষেপণাস্ত্রটিতে কঠিন জ্বালানি ব্যবহার করা হয়েছে। শহীদ হাজ কাসেম ব্যালিস্টিক মিসাইলের একটি হালনাগাদ সংস্করণ হিসেবে তৈরি করা হয়েছে কাসেম বসির। 

এদিকে ক্ষেপণাস্ত্র উন্মোচনের পর সরাসরি যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রতিরক্ষামন্ত্রী জেনারেল আজিজ নাসিরজাদেহ। বলেন, যুদ্ধ চাপিয়ে দিলে কোনো রাখঢাক না রেখেই আঘাত করা হবে মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে। 

তিনি আরও বলেন, যদি আমাদের ওপর আক্রমণ চালানো হয়, যদি যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, তবে আমরা তীব্র প্রতিক্রিয়া জানাবো। প্রতিবেশীরা আমাদের ভাই, তাদের সঙ্গে আমরা কোনো সংঘাতে যেতে চাই না। কিন্তু মার্কিন ঘাঁটিগুলো আমাদের লক্ষ্য।

ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র উন্মোচনের ঘটনায় উদ্বেগ জানিয়েছে পশ্চিমা দেশগুলো। তারা ইরানের বিরুদ্ধে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা বিঘ্নিত করার অভিযোগ তুলেছে।  

তবে, এমন অভিযোগ ভিত্তিহীন দাবি করে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো ধরনের সমঝোতা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে তেহরান।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]