নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন


লালপুর(নাটোর) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 05-05-2025

নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালন

উত্তরবঙ্গের ভারি শিল্প নাটোরের লালপুর উপজেলার গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে অবস্থিত শহীদদের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ,আলোচনা সভা ও মিলাদ মাহফিল সহ নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবসটি পালন করা হয়েছে। 

সোমবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলে স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের শ্রদ্ধা জানান মিলস্ কর্তৃপক্ষ সহ শহীদের পরিবারবর্গ। পরে আলোচনা সভা শেষে শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়া, উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিজুল কবির, শহীদ পরিবারের সন্তান শাহীন আল হাসান তালুকদার, ফরহাদুজামান রুবেল, মামুনুর রশিদ মামুন, মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক মোমিনুল ইসলাম মমিন প্রমুখ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]