দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি


মো: বিপুল হাসান: , আপডেট করা হয়েছে : 05-05-2025

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে ও চার দিনের ম্যাচ সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলটি নেতৃত্ব দেবেন টুয়েন্টি টুয়েন্টি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলি।

ঘরের মাঠে আয়োজিত এই সিরিজে তিনটি ওয়ানডে ও দুটি চার দিনের ম্যাচ খেলবে টাইগার ইমার্জিং দল। ওয়ানডে সিরিজ শুরু হবে রাজশাহীতে, ১২ মে ২০২৫। বাকি দুই ওয়ানডে হবে ১৪ ও ১৬ মে একই ভেন্যুতে। এরপর চট্টগ্রামে ২০ মে থেকে মাঠে গড়াবে প্রথম চার দিনের ম্যাচ। দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি অনুষ্ঠিত হবে ঢাকায়, ২৭ মে থেকে।

ডিপিএলে দারুণ পারফরমেন্সের সুবাদে ইমার্জিং দলে সুযোগ হয়েছে রাকিবুল হাসান, মাহফিজুল ইসলাম, রায়ান রাফসান, শেখ পারভেজ জীবন, জিসান আলম, ওয়াসি সিদ্দিক, আসাদুজ্জামানের মত খেলোয়াড়দের।

বাংলাদেশ ইমার্জিং দল: আকবর আলি (অধিনায়ক), মাহফিজুল ইসলাম, জিসান আলম, রায়ান রাফসান, আহরার আমিন, আরিফুল ইসলাম, প্রিতম কুমার, মাহফুজুর রহমান, তোফায়েল আহমেদ, ওয়াসি সিদ্দিক, রাকিবুল হাসান, শেখ পারভেজ জীবন, মারুফ মৃধা, রিপন মন্ডল এবং আসাদুজ্জামান পায়েল।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]