প্রথমবার গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে মডেল হলেন মৌ


তামান্না হাবিব নিশু: , আপডেট করা হয়েছে : 04-05-2025

প্রথমবার গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে মডেল হলেন মৌ

প্রথমবারের মতো গল্পভিত্তিক মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন নন্দিত মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ। ‘তুমি রবে নীরবে’ শিরোনামে রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। গানটিতে কণ্ঠ দিয়েছেন টরন্টো প্রবাসী গজল শিল্পী শিরিন চৌধুরী।

 গতকাল শনিবার রাজধানীর তিনশো ফিটে শুরু হয়েছে মিউজিক ভিডিওটির শুটিং।

এরপর বনানী কবরস্থান, সংসদ ভবন এলাকার পর আজ এর দৃশ্য ধারণ হচ্ছে মিরপুরে। এক নিঃসঙ্গ মায়ের অন্তর্জগত ও হারিয়ে যাওয়া মেয়ের ফিরে আসার করুণ বাস্তবতার গল্পে এটি নির্মাণ করছেন চয়নিকা চৌধুরী। এখানে মায়ের চরিত্রে সাদিয়া ইসলাম মৌ এবং তার মেয়ের চরিত্রে দেখা যাবে মডেল নিদ্রিতা সরকারকে। 

নির্মাতা জানিয়েছেন, রাজধানীর বিভিন্ন জায়গায় শুটিং করা হলেও তার স্বপ্ন ছিল বনানী কবরস্থানে শুটিং করার।

তার সে স্বপ্ন পূরণ হয়েছে এর মধ্য দিয়ে। এছারাও তিনি এও জানান, সংসদ ভবন এলাকার মতো জনবহুল এরিয়াতে কোনোপ্রকার প্রটোকল এবং বাধা-নিষেধ ছাড়া নির্বিঘ্নে শুটিং করেছেন, যা তার কাছে অনেকটাই অকল্পনীয় এই সময়ে।

চয়নিকা চৌধুরী কালের কণ্ঠকে বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানটিকেই একটি গল্পের মাধ্যমে নতুন আঙ্গিকে উপস্থাপন করা হচ্ছে। এই গানের মধ্য দিয়ে অনেক বছর পর মিউজিক ভিডিও নির্মাণ করছি, তাছাড়া গল্পভিত্তিক কোনো মিউজিক ভিডিওতে এটাই প্রথম কাজ মৌয়ের।

মিউজিক ভিডিও হলেও এখানে কোনো লিপসিং নেই, পুরোটাই গল্প প্রধান।

যে মা হারিয়েও থাকে সন্তানদের হৃদয়ে, নিঃশব্দে— ট্যাগলাইনে এই মিউজিক ভিডিওটি পৃথিবীর সকল মাকে উৎসর্গ করে নির্মিত হচ্ছে। আগামী ১১ মে, আন্তর্জাতিক মা দিবসে মিউজিক ভিডিওটি অন্তর্জালে উন্মুক্ত হবে বলে জানা গেছে।

প্রসঙ্গত, প্রায় তিন দশকের সফল ক্যারিয়ার সাদিয়া ইসলাম মৌয়ের। ঢাকাই শোবিজের কিংবদন্তি এই মডেল এখনও চিরসবুজ, তরুণ-তরুণীদের আইকন।

মডেলিংয়ের বাইরে তাকে মাঝেমধ্যে অভিনয় করতেও দেখা যায়। সর্বশেষ মৌকে দেখা গেছে গত ঈদুল ফিতরের ‘কোনো একদিন’ নাটকে। ফারিয়া হোসেনের লেখা এবং চয়নিকা চৌধুরী পরিচালিত নাটকটিতে মৌয়ের বিপরীতে দেখা গেছে আফজাল হোসেনকে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]