রাজশাহী নগরীতে সিনেমার শুটিং সেটে স্টান্টম্যান মনিরের মৃত্যু


স্টাফ রিপোর্টার: , আপডেট করা হয়েছে : 04-05-2025

রাজশাহী নগরীতে সিনেমার শুটিং সেটে স্টান্টম্যান মনিরের মৃত্যু

রাজশাহী নগরীর হাই-টেক পার্কে শুটিং সেটে অসুস্থ হয়ে মনির হোসেন নামের এক স্টান্টম্যানের মৃত্যু হয়েছে। শাকিব খান অভিনীত ‘তা-ব’ রাজশাহী নগরীতে সিনেমার শুটিং চলাকালে শনিবার বিকালে অসুস্থ হন মনির। ওই সময় তাকে  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন পরিচালক রায়হান রাফী।

তিনি বলেন, ‘মনির শট দিয়েছেন দুপুরের দিকে। এরপর সবার সঙ্গে গল্প করছিলেন। এক-দুই ঘণ্টা পর হঠাৎ করে তার শরীর খারাপ করলে রামেক হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন।

কলাকুশলীরা জানিয়েছেন রাজশাহী নগরীর হাই-টেক পার্কে সেট বানিয়ে ‘তা-ব’ সিনেমার শুটিং চলছে। সেখানেই মনির অসুস্থবোধ করেন।

চলচ্চিত্রটির পরিচালক রায়হান রাফী বলেন, সকালের দিকেই তিনি (মনির) স্ট্রোক করছেন, কিন্তু কাউকে বুঝতে দেননি। অসুস্থতা বা খারাপ লাগার কথাও কাউকে জানাননি।

মনির ঢাকার নারায়ণগঞ্জে বসবাস করতেন এবং কয়েক বছর ধরেই চলচ্চিত্রে স্টান্টম্যান হিসেবে কাজ করছিলেন। তিনি সহকারী ফাইট ডিরেক্টর নেপালীর সঙ্গে নিয়মিত কাজ করতেন। নেপালী জানান, সকাল থেকে মনির একদম ঠিকঠাক ছিল। শট শেষ হওয়ার পর হঠাৎ মাথা ঘোরা শুরু হয় এবং বমি করতে থাকে। তখনই হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তার জানান সে মারা গেছে। মনির স্ট্রোক করেছিল।

প্রসঙ্গত, ‘তান্ডব’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে কুরবানির ঈদে। এতে শাকিব খানের বিপরীতে বড় পর্দায় অভিষেক হচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর। মনিরের মৃত্যুতে পুরো ইউনিটে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মীদের চোখে মনির ছিলেন দায়িত্বশীল, হাসিখুশি এবং পেশাদার একজন শিল্পী। 


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]