নব্বই বছরের বৃদ্ধকে ফিরে পেতে পরিবারের আকুতি


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি: , আপডেট করা হয়েছে : 04-05-2025

নব্বই বছরের বৃদ্ধকে ফিরে পেতে পরিবারের আকুতি

‘আমি আর তুমাক গাইল দিবল্যা, কিছু কবল্যা, বাড়িত ফিরি আইসো রে। তুমার লাইগি বাড়ির সুবাই কানতিছে রে’, এভাবেই হারিয়ে যাওয়া বৃদ্ধ স্বামীকে ফিরে পেতে বিলাপ করছিলেন স্ত্রী রহিমা বেগম (৭৫)।

নাটোরের গুরুদাসপুর উপজেলার মশিন্দা ইউনিয়নের সাহাপুর গ্রামের মরহুম দেছের ফকিরের ছেলে হারান আলী ফকির (৯০) গত ২৬ এপ্রিল স্ত্রীর ওপর অভিমান করে বাড়িছাড়া হন। দশদিন হলেও তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। হারান ও তার পরিবারের সাথে কারো শত্রুতা নেই। তাকে না পেয়ে দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন পরিবারের লোকজন। তার ছোট ছেলে রুবেল আহমেদ থানায় জিডিও করেছেন।

হারানের বড় ছেলে হাসান ফকির বলেন, ‘৯০ বছর বয়সেও তার বাবা সুস্থ আছেন। মায়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে যান বাবা। এর আগেও অভিমান করে বাড়ি থেকে বের হয়ে গেছেন। আবার চলেও আসতেন। কিন্তু এবার দশদিন অতিবাহিত হলেও তাকে পাওয়া যাচ্ছেনা। 

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বলেন, বৃদ্ধ হারান আলীকে খুঁজে পেতে আইনি প্রক্রিয়া অব্যাহত রয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]