মীরা শাহিদকে বিয়ে করে একেবারে একা হয়ে গিয়েছিলেন


তামান্না হাবিব নিশু: , আপডেট করা হয়েছে : 03-05-2025

মীরা  শাহিদকে বিয়ে করে একেবারে একা হয়ে গিয়েছিলেন

শাহিদ কপূর যখন জনপ্রিয়তা পেতে শুরু করেছেন, তাঁর সঙ্গে জড়িয়ে গিয়েছে একাধিক রুপোলি প্রেমের কাহিনি, সম্পর্ক ভাঙার শব্দ যখন শুনতে পাচ্ছেন অনুরাগীরা, ঠিক তখনই মীরা রাজপুতের সঙ্গে তাঁর বিয়ে হয় সম্বন্ধ করে। দু’জনের বয়সের ফারাক প্রায় ১৪ বছরের। বলিউডকে অবাক করে এই সম্পর্কে থিতু হয়েছেন শাহিদ। তাঁরা এখন দুই সন্তানের অভিভাবক।

কিন্তু মাত্র ২০ বছর বয়সে বলিউডের নায়ককে বিয়ে করে ফেলে কি আদৌ সুখী হয়েছিলেন মীরা? সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রথম দিকে তাঁর খুবই একা লাগত। পুরনো বন্ধুদের সঙ্গে সম্পর্ক আস্তে আস্তে ছিন্ন হয়ে যাচ্ছিল।

মীরা বলেন, “আমি আর আমার বন্ধুরা বিচ্ছিন্ন ভাবে বড় হয়েছি। স্বীকার করতে দ্বিধা নেই, বিয়ের পর আমি একা হয়ে গিয়েছিলাম। কারণ আমরা জীবনের ভিন্ন পর্যায়ে ছিলাম সেই সময়। সকলের জীবনেই এই ভিন্ন ভিন্ন পর্যায়গুলি উপস্থিত হয়। আমার মনে হত আমার বন্ধুদের মতো যদি আমিও সময় কাটাতে পারতাম।” বিয়ের পর যে অনেক বন্ধুর সঙ্গেই আর যোগাযোগ রাখতে পারেননি সে কথা স্বীকার করেন শাহিদ-পত্নী। তবে তা একেবারেই তাঁর অনাগ্রহে নয়। বরং সময়ের অভাবে যোগযোগ ছিন্ন হতে থাকে ধীরে ধীরে। খুব অল্প বয়সেই তাঁর কাঁধে এসে পড়েছিল সংসারের দায়িত্ব। মীরা বলেন, “আমার মনে হত, ‘আমার বন্ধুরা স্নাতকোত্তর পড়ছে, অথবা ওরা ঘুরে বেড়াচ্ছে’... কিন্তু জীবন খুবই আকর্ষণীয়। সংসার, সন্তান, ঘুরে বেড়ানো।”

মীরার বন্ধুরাও যে অনুযোগ করতেন, জানিয়েছেন তিনি নিজেই। বেশির ভাগ সময়ই বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখতে পারতেন না তিনি। তাঁর কথায়, “ওরা বলত, ‘এ আবার কী, বিয়ে করে ফেলেছিস বলে আমাদের ভুলে যাবি?’ আমি কী বলব! সত্যি, আমি ব্যস্ত, বাঁধা পড়ে গিয়েছি। ওরা আমাকে নিশ্চয়ই বুঝতে পারেনি সে দিন। তবে যে ভাবেই হোক, বন্ধুত্বটা টিকে গিয়েছিল। এখন ওরা বুঝতে পারে, কারণ ওরাও এখন ওই পর্যায়ে রয়েছে।”

২০১৫ সালে শাহিদকে বিয়ে করেন মীরা। ২০১৬ সালে তাঁর কোলে আসে প্রথম সন্তান, মেয়ে মিশা। ২০১৮ সালে জন্ম হয় পুত্র জায়নের।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]