তীব্র গরমে তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের পাশে এইচটিআই


akther jamil : , আপডেট করা হয়েছে : 01-05-2025

তীব্র গরমে তৃষ্ণার্ত শ্রমজীবী মানুষের পাশে এইচটিআই

রাজশাহী মহানগরীতে সাধারণ মানুষ, পথচারী, ভ্যান, অটোরিক্সাচালকসহ বিভিন্ন পেশার মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে। রাজশাহীর বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস) কর্তৃক এ কর্মসূচি পালন করা হয়।

০১ মে বৃহস্পতিবার দুপুর ১.০০ টা হতে শহরের সাহেববাজার  জিরোপয়েন্ট এলাকায় এইচটিআই কর্তৃক ৩৫০ জনের মাঝে  বিশুদ্ধ খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়।

আয়েজকরা জানান, কয়েক দিনের তীব্র গরমের কারণে পথচারী, দিনমজুর, ভ্যানচালকসহ সাধারণ মানুষ অতিষ্ঠ। চিকিৎসকরা সাধারণত: তীব্র গরমে বেশি বেশি পানি পান করতে পরামর্শ দিয়ে থাকেন। পথে চলাচলের সময় প্রায়শই পানির সংকট চোখে পড়ে। সে কারণে সামর্থ্য অনুযায়ী গরমে তৃষ্ণার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাদের এ আয়োজন। পানি ও খাবার স্যালাইন পেয়ে শ্রমজীবী মানুষেরা বলেন, এই প্রচন্ড গরমে আমাদের কথা চিন্তা করে এইচটিআই যে উপহার দিয়েছে তা পেয়ে তারা অত্যন্ত খুশি। কমর্সূচিতে এইচটিআই এর উপদেষ্টা আলিফ মাহমুদ, সভাপতি নাহিদ, মাহিম, সাইফ, সামিউল, ফারিয়া, কোহিনুর, রাবিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]