পত্নীতলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের মহান মে দিবস উদযাপন


আব্দুল মতিন, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : , আপডেট করা হয়েছে : 01-05-2025

পত্নীতলায় বিভিন্ন শ্রমিক সংগঠনের মহান মে দিবস উদযাপন

সারাদেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত হয়েছে।

বৃহস্পতিবার পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ৩২৫০), জাতীয়তাবাদী শ্রমিক দল, রিক্সা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, কুলি মজুর শ্রমিক ইউনিয়ন, ইজিবাইক শ্রমিক ইউনিয়ন, বাস-ট্রাক শ্রমিক ইউনিয়ন, হাত করাত শ্রমিক ইউনিয়ন, সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন, হোটেল-রেস্তরা শ্রমিক ইউনিয়ন সহ অন্যান্য শ্রমিক সংগঠনগুলি পৃথক পৃথক ভাবে র‍্যালি শেষে স্ব স্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

'শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে' এই প্রতিপাদ্যকে সামনে রেখে শ্রমিক সংগঠন গুলি স্ব স্ব কার্যালয়ে সকালে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ শেষে বর্ণাঢ্য র‍্যালি বের করে এবং স্ব স্ব কার্যালয়ে শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা ও দোয়ার মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের উদ্যোগে বেলা ১১টায় একটি র‍্যালি নজিপুর পুরাতন বাজার কার্যালয় হতে বের করে নজিপুর বাস স্ট্যান্ড গোল চত্বর হয়ে কার্যালয়ে ফিরে আলহাজ মাওলানা খয়বর আলীর পরিচালনায় দোয়া ও বিশেষ মোনাজাত শেষে ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের সভাপতি আলহাজ বুলবুল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক স্বদেশ কুমার মন্ডল, দি হাঙ্গর প্রজেক্টের সমন্বয়ক আছির উদ্দিন, কো-অর্ডিনেটর সুকমল, পত্নীতলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মেহেদী হাসান, মিঠুন চন্দ্র পাহান, পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের সাধারণ সম্পাদক বিপুল চন্দ্র, সহ-সভাপতি রেজাউল ইসলাম কালু, আদিবাসী নেতা নরেণ পাহান। 

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী মাসুদ, পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক সংগঠনের অভিলাষ চন্দ্র, আনোয়ার হোসেন, ইসমাইল হোসেন, নৌশাদ আলী, পরেশ টুডু প্রমুখ। পরে সদস্যদের মাঝে খানা বিতরণ করা হয়।

অপরদিকে পত্নীতলা উপজেলা ও নজিপুর পৌর জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে জেলা মহিলা দলের সভানেত্রী সামিনা পারভীন পলি‍‍`র নেতৃত্বে একটি র‌্যালী নজিপুর সরদারপাড়া মোড় হতে নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকছেদুল হক সিরি, উপজেলা শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলাম, যুবদলের নেতা বায়োজিত রায়হান শাহীন, মিজানুর রহমান প্রমুখ।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]