স্বরাষ্ট্র উপদেষ্টা : পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 01-05-2025

স্বরাষ্ট্র উপদেষ্টা  : পুলিশের বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতির তুলনায় বর্তমানে পুলিশের সামর্থ্য, মনোবল ও বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

বুধবার (৩০ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচির সাক্ষাৎকালে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন।

বাংলাদেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা প্রসঙ্গে রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বর্তমানে ঢাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ক্রমে উন্নতি হচ্ছে। তবে এটি আরো উন্নতির সুযোগ রয়েছে।

আমরা এ ব্যাপারে চেষ্টা করে যাচ্ছি।’

আগামী জাতীয় সংসদ নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা পরিস্থিতি কেমন হবে—জানতে চাইলে উপদেষ্টা বলেন, ‘তখন আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির কোনো সুযোগ নেই, বরং দিনদিন এটির উন্নতি ঘটবে বলে আমি আশা করছি।’

পুলিশের সামর্থ্য ও গ্রহণযোগ্যতা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, গত ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতির তুলনায় বর্তমানে পুলিশের সামর্থ্য, মনোবল ও বিশ্বাসযোগ্যতা অনেক বেড়েছে। 

এ সময় তিনি আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনায় জাপানের সহায়তা কামনা করেন।

তা ছাড়া তিনি নৌ পুলিশ ও কোস্ট গার্ডকে প্যাট্রল ভেসেল ও আধুনিক যন্ত্রপাতি দিয়ে সহযোগিতা এবং অধিকসংখ্যক পুলিশ সদস্যকে জাপানে উন্নত প্রশিক্ষণে প্রেরণের জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন। 

কৃষি উপদেষ্টা বলেন, জাপান বাংলাদেশের উন্নয়নে অন্যতম প্রধান অংশীদার ও পরীক্ষিত বন্ধু। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) মাধ্যমে দেশটি বাংলাদেশের কৃষি খাতের উন্নয়নে ব্যাপকভাবে সহায়তা করে আসছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]