সাংবাদিকদের নিরাপত্তায় দীর্ঘমেয়াদি ও টেকসই আইনি সহায়তা কাঠামোর দাবি


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 29-04-2025

সাংবাদিকদের নিরাপত্তায় দীর্ঘমেয়াদি ও টেকসই আইনি সহায়তা কাঠামোর দাবি

সাংবাদিকদের নিরাপত্তায় সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদি ও টেকসই একটি আইনি সহায়তা কাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা। এজন্য প্রয়োজন রাষ্ট্রীয় অঙ্গীকার, কার্যকর আইন, এবং সাংবাদিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘সমষ্টির’ আয়োজনে ও ইউনেস্কো গ্লোবাল মিডিয়া ডিফেন্স ফান্ড (জিএমডিএফ) সহায়তায় আয়োজিত সংলাপে এসব কথা বলেন তারা। সংলাপের মূল উদ্দেশ্য ছিল সাংবাদিকদের জন্য একটি কার্যকর ও প্রাতিষ্ঠানিক আইনি সহায়তা ব্যবস্থা গড়ে তোলা।

সংলাপে অংশ নিয়ে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকদের জন্য নিরাপদ ও স্বাধীন পরিবেশ তৈরি এখন সময়ের দাবি। বিগত ফ্যাসিবাদী সরকার সাংবাদিকদের বিরুদ্ধে দমননীতি চালিয়েছে, কালো আইন তৈরি করে হয়রানি করেছে। অথচ তাদের সুরক্ষায় কোনো কাঠামো গড়ে তোলা হয়নি।

তিনি অভিযোগ করেন, প্রায় ৩২টি আইন ব্যবহার করে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা ও হয়রানি চলছে।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম অভিযোগ করেন, গত ১৫ বছরে ৬৪ জন সাংবাদিক নিহত হয়েছেন, কিন্তু অধিকাংশ হত্যাকাণ্ডেরই বিচার হয়নি। এমনকি সাগর-রুনি হত্যার বিচারও আজও ঝুলে আছে।

তিনি আরও বলেন, সাংবাদিকরা এখন রাজনীতি, মালিকপক্ষ, প্রশাসন ও কালো টাকার প্রভাবে চাপের মুখে পড়ছেন। অথচ তাদের পাশে দাঁড়ানোর মতো কার্যকর কোনো আইনি সহায়তা কাঠামো নেই।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]