ভারতীয় ড্রোন গুলি করে নামিয়েছে পাক সেনা’, দাবি করল পাকিস্তানের সংবাদমাধ্যম


আন্তর্জাতিক ডেস্ক: , আপডেট করা হয়েছে : 29-04-2025

ভারতীয় ড্রোন গুলি করে নামিয়েছে পাক সেনা’, দাবি করল পাকিস্তানের সংবাদমাধ্যম

ভারত-পাকিস্তান উত্তেজনার মাঝে এ বার একটি ভারতীয় ড্রোনকে গুলি করে নামানো হয়েছে বলে দাবি করল পাকিস্তানি সংবাদমাধ্যম। মঙ্গলবার পাকিস্তানের সরকার নিয়ন্ত্রিত দুই গণমাধ্যম ‘রেডিয়ো পাকিস্তান’ এবং ‘পিটিভি নিউজ়’ দাবি করেছে, “পাকিস্তানের আকাশসীমা লঙ্ঘন ঠেকাতে নিয়ন্ত্রণরেখা বরাবর একটি ভারতীয় ড্রোনকে গুলি করে নীচে নামানো হয়েছে।” পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, ঘটনাটি ঘটেছে পাক অধিকৃত কাশ্মীরের ভীমবের জেলার মানাওয়ার সেক্টরে। যদিও এই ঘটনায় ভারতের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারত এবং পাকিস্তানের সম্পর্কের আরও অবনতি হয়েছে। গত মঙ্গলবার পহেলগাঁওয়ে জঙ্গিদের হামলায় ২৬ জন নিরস্ত্রের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ২৫ জনই পর্যটক। পহেলগাঁওয়ে জঙ্গিহানার পরের দিনই (গত বুধবার) পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু পদক্ষেপ করে ভারত। তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল সিন্ধু জলচুক্তি স্থগিত করে দেওয়া। তার পরেই বৃহস্পতিবার পাকিস্তানও কিছু পাল্টা পদক্ষেপ করে। পাকিস্তান হুঁশিয়ারি দেয়, জলপ্রবাহ আটকানো হলে তা পাকিস্তানের বিরুদ্ধে ‘যুদ্ধ’ হিসাবে দেখা হবে। শুধু তা-ই নয়, বিবৃতি প্রকাশ করে ইসলামাবাদ দাবি করে, শিমলা চুক্তি স্থগিত করার অধিকার রয়েছে তাদের। বস্তুত, ১৯৭২ সালে এই শিমলা চুক্তির মাধ্যমেই কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণরেখা নির্ধারিত হয়েছিল।

ঘটনাচক্রে, পাকিস্তানের ওই হুঁশিয়ারির পর থেকে কাশ্মীর সীমান্তে নিয়ন্ত্রণরেখা বরাবর প্রতি রাতেই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে আসছে পাকিস্তানি ফৌজ। সোমবার রাতেও গুলি চালিয়েছে পাক সেনা। পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। মঙ্গলবার সকালে ভারতীয় সেনা জানায়, পাকিস্তানের প্ররোচনায় ‘পরিমিত এবং কার্যকর’ জবাব দিয়েছে বাহিনী। কাশ্মীর উপত্যকায় নিয়ন্ত্রণরেখা বরাবার এই উত্তেজনার মাঝে মঙ্গলবার দুপুরে পাকিস্তানের সরকার নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম দাবি করে, পাক অধিকৃত কাশ্মীরে তাদের সেনা একটি ভারতীয় ড্রোনকে গুলি করে নামিয়েছে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]