‘কাশ্মীরে ভারতীয়রা স্বাগত নন’, মন্তব্যে সমর্থন আয়েশার!


তামান্না হাবিব নিশু: , আপডেট করা হয়েছে : 27-04-2025

‘কাশ্মীরে ভারতীয়রা স্বাগত নন’, মন্তব্যে সমর্থন আয়েশার!

স্বাধীন কাশ্মীরে ভারতীরা স্বাগত নন। এই মন্তব্যকে সমর্থন করে বিপাকে ‘বিগবস্‌’ খ্যাত অভিনেত্রী আয়েশা খান। বিষয়টি নেটাগরিকের চোখে পড়তেই আয়েশার বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি উঠেছে।

কাশ্মীরি লেখক জলিস হায়দর তাঁর ইনস্টাগ্রামে কাশ্মীর নিয়ে একটি পোস্ট করেন। তাঁর দাবি, কাশ্মীরের অবস্থা মোটেই স্বর্গীয় নয়। বরং উপত্যকা জুড়ে রয়েছে শুধুই চাপা অশান্তি। তিনি লিখেছেন, “সাধারণ মানুষের মৃত্যুতে সব সময় শোকপ্রকাশ করি। কিন্তু শোকের সঙ্গে বাস্তবকে গুলিয়ে ফেললে চলবে না। কাশ্মীর আপনাদের নান্দনিক বিশ্রামাগার, আধ্যাত্মিক চেতনায় শান দেওয়ার জায়গা নয়। ইনস্টাগ্রামে স্বর্গীয় সৌন্দর্য তুলে ধরার জন্যও কাশ্মীর নয়।”

কাশ্মীরি লেখকের মতে, কাশ্মীরের প্রতিটি মোড় সামরিক বাহিনীর নজরদারিতে থাকে। জলিসের কথায়, “কাশ্মীরকে যাঁরা ঘর বলতে পছন্দ করেন, তাঁদের জীবন মোটেও শান্তির নয়। ওঁরা প্রতি মুহূর্ত নজরদারি এবং ক্ষমতার চাপে থাকেন। যে কোনও মুহূর্তে হিংসা ছড়াতে পারে, এই ভয় কাজ করে। যে কেউ হঠাৎ উধাও হয়ে যেতে পারেন, এমন আশঙ্কাও থাকে।”

আর তাই ভারতীয়রা কাশ্মীরে মোটেই স্বাগত নন বলে দাবি করেন কাশ্মীরি লেখক। লেখেন, “আমাদের যন্ত্রণা নিয়ে কল্পনা করতে ও আমাদের জন্মভূমিকে পর্যটনের সৌন্দর্যে মুড়ে ফেলতে ভারতীয়দের এখানে আসার দরকার নেই। ছবি তুলে আপনারা ভান করেন, এই এলাকা যেন স্বর্গের মতো। অথচ এখানকার নিষ্ঠুর বাস্তব আপনারা কখনওই মেনে নেন না।” এই পোস্ট ‘লাইক’ করেন আয়েশা। তার পরেই নেটপাড়ার রোষানলে পড়েন তিনি। এক নেটাগরিক লিখেছেন, “ওঁরা (আয়েশা) কখনওই নিজেদের বিশ্বাসের উপরে দেশকে রাখেন না।” কিছু ক্ষণ পরেই অবশ্য ওই পোস্ট থেকে নিজের ‘লাইক’ সরিয়ে নেন অভিনেত্রী।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]