রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সাক্ষাৎ


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 27-04-2025

রোমে প্রধান উপদেষ্টার সঙ্গে ভ্যাটিকানের শীর্ষ নেতাদের সাক্ষাৎ

রোমে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া শেষে শনিবার (২৬ এপ্রিল) বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেছেন ক্যাথলিক চার্চের জ্যেষ্ঠ নেতা কার্ডিনাল সিলভানো মারিয়া টমাসি ও কার্ডিনাল জ্যাকব কুভাকাদ।

দুটি কার্ডিনাল পোপ ফ্রান্সিসের সারা জীবনের মিশনকে স্মরণ করেন দরিদ্র ও প্রান্তিক মানুষের দারিদ্র্য দূরীকরণে তার প্রচেষ্টা এবং যুদ্ধ বা পারমাণবিক অস্ত্র ছাড়া বিশ্বের প্রতি তার দৃষ্টিভঙ্গির কথা।

রোববার (২৭ এপ্রিল) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তারা অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করেছেন, তাকে মৃত পোপের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে বর্ণনা করেছেন এবং দারিদ্র্যের বিরুদ্ধে যুদ্ধে তার জীবন উৎসর্গ করার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন।

ড. মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের সঙ্গে তার সম্পর্কের কথা স্মরণ করে বলেন, পোপের ধর্মীয় ব্যাকগ্রাউন্ড নির্বিশেষে সবাইকে আলিঙ্গন করার ক্ষমতা ছিল।

প্রধান উপদেষ্টা বলেন, তিনি একজন অসাধারণ মানুষ ছিলেন। তিনি পোপ ফ্রান্সিসের সঙ্গে তার পন্টিফিকেটের সময় বহুবার সাক্ষাৎ করার কথা স্মরণ করেন এবং ভ্যাটিকান ব্যাংকের সংস্কারের প্রয়োজনীয়তা সম্বন্ধে লেখা তার একটি চিঠি ভ্যাটিকানের অফিসিয়াল সংবাদপত্র ল’ ওসারভাটোর রোমানোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত হয়েছিল তা তুলে ধরেন।

তিনি বলেন, আমি লিখেছি কীভাবে ভ্যাটিকানের ব্যাংক সংস্কার করা উচিত যাতে এটি দরিদ্রদের জন্য আরও বন্ধুত্বপূর্ণ হয়। আমি এর কর্মক্ষমতা এবং বিতর্কের সমালোচক ছিলাম। তবুও, পোপ পুরো চিঠি প্রকাশ করেছেন।

ড. ইউনূস বলেন, কীভাবে পোপ ফ্রান্সিস তাকে ভ্যাটিকানের ব্যাংকিং চর্চা সংস্কার এবং চার্চের দরিদ্রবান্ধব উদ্যোগ প্রসারিত করার ওপর নিবদ্ধ করা বিভিন্ন কমিটির চেয়ারে নিযুক্ত করেছেন। 

শূন্য বেকারত্ব, শূন্য সম্পদ একাগ্রতা এবং শূন্য নীট কার্বন নিঃসরণের বিশ্ব গড়ে তোলার বিষয়ে ড. ইউনূসের দৃষ্টিভঙ্গিকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে গত নভেম্বরে ভ্যাটিকান রোমে পোপ ফ্রান্সিস-ইউনূস থ্রি জিরো ক্লাব চালু করে।

ড. ইউনূস বলেন, আমি একজন মুসলিম। তবুও পোপ ফ্রান্সিস অন্য ধর্মের একজন ব্যক্তির পাশে তার নাম ব্যবহার করার ব্যাপারে কখনই আপত্তি করেননি।

প্রয়াত পোপের সঙ্গে তার সমৃদ্ধ স্মৃতিচারণ উল্লেখ করে ড. ইউনূস বলেন, তিনি আমাকে কখনো একজন বাইরের ব্যক্তি হিসেবে ব্যবহার করেননি।

কার্ডিনাল টমাসি এবং কার্ডিনাল কুভাকাদ বলেছেন যে, কলেজ অব কার্ডিনালস, যার মধ্যে তারা প্রধান সদস্য, আগামী সপ্তাহে পরবর্তী পোপ নির্বাচন করবে। উভয় কার্ডিনালকেই চার্চের শীর্ষ নেতৃত্বের পদের জন্য সম্ভাব্য প্রার্থী হিসেবে দেখা হয়।

কার্ডিনাল টমাসির সঙ্গে সাক্ষাৎ

সম্প্রতি দক্ষিণ-পূর্ব এশিয়া সফর করেছেন কার্ডিনাল টমাসি। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে ভূ-রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেছেন। ইউক্রেন ও গাজার দ্বন্দ্ব বন্ধের আহ্বানে পোপ ফ্রান্সিসের প্রচেষ্টার প্রশংসা করেন উভয় নেতা।  

দক্ষিণ-পূর্ব এশিয়া খুব দ্রুত বিবর্তিত হচ্ছে উল্লেখ টমাসি বলেন, ভিয়েতনাম তার সফরের প্রতিফলন, যা সাম্প্রতিক বছরগুলোতে শক্তিশালী প্রবৃদ্ধিকে লক্ষ্য করে চলেছে।

তিনি এ অঞ্চলে আরও শান্তি-নির্মাণের ব্যবস্থা এবং উত্তেজনার সময় শান্ত থাকার ওপর জোর দেন।

ড. ইউনূস ভিয়েতনামের দর্শনীয় অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রশংসা করে বলেন, তার সরকার দক্ষিণ এশীয় দেশকে আরও বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে এবং বাংলাদেশকে একটি অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করার প্রচেষ্টায় অনুকরণ করার চেষ্টা করছে।

কার্ডিনাল টমাসি বলেছেন যে, তিনি আশা করেছিলেন পরবর্তী পোপ ‘পোপ ফ্রান্সিস এর তথ্য বজায় রাখবেন’ এবং দেশগুলোর মধ্যে শান্তির সংলাপ প্রচার করবেন।

কার্ডিনাল জ্যাকব কুভাকাদের সঙ্গে সাক্ষাৎ

ভারতীয় কেরালা রাজ্যের কার্ডিনাল কুভাকাদ ঘোষণা করেছেন যে, বাংলাদেশের ক্যাথলিক চার্চ চলতি বছরের সেপ্টেম্বরে একটি আন্তঃধর্মীয় সংলাপ আয়োজন করবে, যা বিভিন্ন ধর্মের নেতাদের একত্রিত করবে।

অধ্যাপক ইউনূস বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে ধারাবাহিক সংলাপের গুরুত্বের ওপর জোর দেন। তিনি ধর্মীয় সম্প্রীতির প্রতি দেশের প্রতিশ্রুতি এবং জাতি, ধর্ম, বর্ণ, বা লিঙ্গ নির্বিশেষে সব নাগরিকদের অধিকার রক্ষার অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টাকে তুলে ধরেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ, ভ্যাটিকানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আরিফুল ইসলাম এবং ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]