আ.লীগ নিষিদ্ধ না করলে সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না: এনসিপি


অনলাইন ডেস্ক: , আপডেট করা হয়েছে : 26-04-2025

আ.লীগ নিষিদ্ধ না করলে সংসদ নির্বাচন করতে দেওয়া হবে না: এনসিপি

আওয়ামী লীগের বিচার, রাজনীতি নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে এনসিপির গুলশান জোনের উদ্যোগে এক বিক্ষোভ মিছিলের আয়োজন করে। শুক্রবার বিকাল সোয়া ৫টায় উত্তর বাড্ডা ফুটওভার ব্রিজ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে মেরুল বাড্ডায় গিয়ে থামে। তখন বাড্ডা, ভাটারা এবং বসুন্ধরা থেকে দলে দলে মিছিল এসে তাদের সঙ্গে যুক্ত হয়। মিছিলটি মেরুল বাড্ডায় পৌঁছালে রামপুরা থেকে একটি মিছিল এসে তাদের সঙ্গে যুক্ত হয়ে কিছুক্ষণ অবস্থান করে বিক্ষোভ মিছিলটি শেষ করে।

এর আগে বিকাল ৫টায় রামপুরার বিক্ষোভ সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে জাতীয় নির্বাচন হতে দেওয়া হবে না। অবিলম্বে দলটির নিবন্ধন বাতিল করতে হবে। এ বিষয়ে কোনো অজুহাত জনগণ মানবে না।

তিনি আরও জানান, আওয়ামী লীগ একটি গুপ্ত সংগঠন। দিল্লির সঙ্গে মিলে তারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যেখানেই আওয়ামী লীগ সেখানেই প্রতিরোধ মন্তব্য করেন তিনি। একটি পক্ষ টাকার বিনিময়ে খুনিদের পুনর্বাসনের চেষ্টা করছে। এমন বেইমানি ছাত্র সমাজ কিন্তু মেনে নেবে না।

এক ব্যক্তি একবারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না, এনসিপি এই দাবিতে অনড় উল্লেখ করে দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, নির্বাচন কমিশন বিভিন্ন ভুঁইফোড় সংগঠনকে নিবন্ধন দিলেও জাতীয় নাগরিক পার্টিকে নিবন্ধন দিচ্ছে না। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের পথরেখা তৈরির আহ্বান জানান তিনি।

এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির বলেন, অন্তর্বর্তী সরকারের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাতে হচ্ছে, এটি দুর্ভাগ্যজনক। কোনোভাবেই ফ্যাসিস্টদের পুনর্বাসন করতে দেওয়া হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করাই সবচেয়ে বড় সংস্কার। এই প্রশ্নে বিএনপির অবস্থান স্পষ্ট করতে হবে। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিষয়টি নিয়ে কথা বলার আহ্বান জানান তিনি।

সমাবেশে আরও বক্তব্য রাখেন– এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগঠক নাজমুল হাসান, সদস্য ফাহিম পাঠান, ইমরান ইমন, হাতিরঝিল থানার প্রতিনিধি আব্দুল গাফফার ও রবিন আহমেদ, রামপুরা থানা প্রতিনিধি সাখাওয়াত হোসেন, বনানী থানার প্রতিনিধি এনামুল হক এবং বাড্ডার নেত্রী লাইলী আক্তার।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]