তীব্র তাপদাহে শরবত নিয়ে মানবতার পাশে রক্ত বন্ধন ফাউন্ডেশন


ইব্রাহীম হোসেন সম্রাট: , আপডেট করা হয়েছে : 25-04-2025

তীব্র তাপদাহে শরবত নিয়ে মানবতার পাশে রক্ত বন্ধন ফাউন্ডেশন

রাজশাহী মহানগরীতে তীব্র তাপদাহের মধ্যে, প্রতিবারের ন্যায় এবারও রক্ত বন্ধন ফাউন্ডেশন মানবতার সেবায় নিয়োজিত থেকে শরবত বিতরণ কর্মসূচি পালন করেছে। 

শুক্রবার (২৫ এপ্রিল) বেলা ১২টার দিকে রাজশাহী মহানগরীর জিরো পয়েন্ট এ কর্মসূচি পালন করা হয়। 

এসময় প্রায় ২০০ সাধারণ মানুষ ও পথচারীদের মাঝে শরবত বিতরণ করা হয় বলে জানিয়েছেন রক্ত বন্ধন ফাউন্ডেশনের সেচ্ছাসেবীরা।

রক্ত বন্ধন ফাইন্ডেশনের সভাপতি মো: রুমেল বলেন, গরমের তীব্রতায় ক্লান্ত ও তৃষ্ণার্ত মানুষের মুখে এক চুমুক ঠান্ডা শরবত এনে দিয়েছে প্রশান্তি ও ভালোবাসা। এই উদ্যোগ শুধু এক গ্লাস শরবত নয়, বরং এটি একটি সামাজিক দায়বদ্ধতার প্রতিচ্ছবি একে অপরের পাশে দাঁড়ানোর এক অসাধারণ উদাহরণ।

তিনি আরও বলেন, রক্ত বন্ধন ফাউন্ডেশন সবসময়ই মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে, হোক তা রক্তদানে, কিংবা গরমে শরবত বিতরণে। আমাদের এই ছোট্ট প্রয়াস যদি কারো মুখে একটুখানি হাসি এনে দিতে পারে, তবেই আমাদের সার্থকতা। রক্ত বন্ধন ফাউন্ডেশন রক্তদান হোক নেশা, জীবন বাঁচানো হোক অভ্যাস!

পথচারি আব্দুল হামিদ বলেন, হঠাৎ বাজার করতে এসে তাদের এই কর্মসূচি দেখতে পাই। খুব ভালো লাগলো তাদের এই উদ্যেগ, সকল সেচ্ছাসেবীদের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। তারা যেন এমন আরও মহৎ উদ্যোগ আগামী গ্রহণ করতে পারে।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]