গুরুদাসপুরে ২০ বছরের জনদূর্ভোগ নিরসনে সরকারি পুকুর সংস্কার


গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি. , আপডেট করা হয়েছে : 24-04-2025

গুরুদাসপুরে ২০ বছরের জনদূর্ভোগ নিরসনে সরকারি পুকুর সংস্কার

অবশেষে নাটোরের গুরুদাসপুরে জনদূর্ভোগ নিসরনে আট বিঘা আয়তনের সরকারি পুকুরটি সংস্কারের উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার নাজিরপুর ইউনিয়নের চন্দ্রপুর মাঝপাড় গ্রামে ২০ বছর ধরে সংস্কার না করায় যাতায়াতের রাস্তাসহ আশপাশের বসতবাড়ী ওই পুকুর গর্ভে বিলীন হয়ে যায়। 

জানা যায়, দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে ওই পুকুর সংলগ্ন জামে মসজিদটিও ভেঙে পড়ার উপক্রম হয়। পুকুরপাড় ভেঙে চলাচলের রাস্তা না থাকায় তিনগ্রামের মানুষকে তিন কি.মি. পথ ঘুরে যাতায়াত করতে হতো। ভেঙে যাওয়া পুকুরপাড়ের রাস্তা দিয়ে মৃত ব্যক্তির লাশ কবরস্থানে নিতে পারতেন না তারা। এলাকাবাসীর এই দুর্দশার খবর মিডিয়ায় প্রচার হলে নজর কাড়ে প্রশাসনের।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ ওই এলাকাবাসীর ভোগান্তি নিরসনে পুকুরটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় পুকুরটি সংস্কার কাজের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। এসময় সরকারী কর্মকর্তা, গণমাধ্যম কর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]