মহানগরীতে চোখে মরিচের গুড়া ছিটিয়ে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই! আসামী মাসুম গ্রেফতার


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: , আপডেট করা হয়েছে : 22-04-2025

মহানগরীতে চোখে মরিচের গুড়া ছিটিয়ে সাড়ে ১০ লাখ টাকা ছিনতাই! আসামী মাসুম গ্রেফতার

রাজশাহী মহানগরীতে ব্যবসায়ীর চোখে মরিচের গুড়া ছিটিয়ে সাড়ে ১০ লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় মোঃ মাসুম (৩০), নামের এক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ এপ্রিল) রাতে অভিযান অভিযান চালিয়ে নিজ বাড়ি নওগাঁ জেলার মান্দা থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামি মোঃ মাসুম, সে নওগাঁ জেলার মান্দা থানার ঠাকুর মান্দা গ্রামের মৃত ছানোয়ার শেখের ছেলে।

মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, রবিবার (২০ এপ্রিল) সকালে ব্যবসায়ী বিপুল ঘোষ (৩৬) তার ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য ম্যানেজার দিলীপ কুমার প্রামানিকের মাধ্যমে নগদ ১৩ লাখ টাকা পাঠান। দিলীপ কুমার সকাল পৌনে ৯ টায় নগরীর বোয়ালিয়া থানার ঘোড়ামারা পানির পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে হঠাৎ হেলমেট পরিহিত দুইজন অজ্ঞাতনামা মোটরসাইকেল আরোহী অটোরিকশার গতি রোধ করে তার চোখে শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দেয় এবং ধারালো চাকু দিয়ে আঘাত করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। ওই সময় ম্যানেজার দিলীপ কুমার ছিনতাইকারীদের সঙ্গে ধস্তাধস্তি করেন। একপর্যায়ে ব্যাগ থেকে ২ লাখ ৫০ টাকা পড়ে গেলেও বাকি ১০ লাখ ৫০ হাজার টাকা নিয়ে ছিনতাইকারীরা পালিয়ে যায়। ওই ঘটনায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানায় একটি ছিনতাই মামলা রুজু হয়।

মামলার পর আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ানের নির্দেশে ছিনতাইয়ের টাকা উদ্ধার-সহ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু হয়। এরপর মহানগরীজুড়ে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হয় এবং থানা ও টহল দলকে সতর্ক করা হয়।

পরে বোয়ালিয়া থানা পুলিশ ঘটনাস্থলের আশপাশের সিসি ক্যামেরা ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত রিকশা এবং চালককে শনাক্ত করে। পরে ওই মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালিয়া থানার এসআই মোঃ শরিফুল ইসলাম ও সঙ্গীয় সোমবার রাতে অভিযান চালিয়ে আসামি মাসুমকে তার নিজ বাড়ি মান্দা থেকে গ্রেফতার করে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি মাসুম ছিনতাইয়ের ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করে। সে জানায়, ঘটনার পরপরই সে আত্মগোপনে চলে যায়। ছিনতাই হওয়া টাকা উদ্ধার-সহ অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। 

মঙ্গলবার সকালে গ্রেফতার আসামিকে পুলিশ রিমান্ডের আবেদন-সহ বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমি।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]