পদ্মার চরে শিক্ষার্থীকে চাকু ঠেকিয়ে ছিনতাইকালে জনতার হাতে আটক দুই ছিনতাইকারী; পুলিশে সোপর্দ


মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: , আপডেট করা হয়েছে : 20-04-2025

পদ্মার চরে শিক্ষার্থীকে চাকু ঠেকিয়ে ছিনতাইকালে জনতার হাতে আটক দুই ছিনতাইকারী; পুলিশে সোপর্দ

রাজশাহী মহানগরী পদ্মার চরে এক শিক্ষাথীর পেটে চাকু ঠেকিয়ে ছিনতাইকালে সিফাত আলী ও ফায়সাল নামের দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। 

শনিবার (১৯ এপ্রিল) বিকাল সাড়ে ৫ টায় হাইটেক পার্ক সংলগ্ন দামকুড়া থানার পদ্মা নদীর চরে এ ঘটনা ঘটে। 

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলো: মোঃ সিফাত আলী (১৬) সে মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হারুপুর বাগানপাড়া এলাকার মোঃ আজিমুদ্দিন বাবুর ছেলে ও মোঃ ফায়সাল (২১), সে একই থানার পশ্চিম রায়পাড়ার মৃত শাহজাহান আলীর ছেলে। তবে তারেক নামের এক ছিনতাইকারী পালিয়ে গেছে।

রবিবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর), সাবিনা ইয়াসমিন।

তিনি জানান, শনিবার বিকাল সাড়ে ৫ টায় বগুড়া জেলার পুণ্ড্র ইউনিভার্সিটির শিক্ষার্থী কামরুল ইসলাম রাজশাহী সিআরপিতে চিকিৎসার জন্য এসে হাইটেক পার্ক এলাকায় বেড়াতে যান। পরে পদ্মার চরে গেলে হঠাৎ তিন যুবক তাকে ঘিরে ধরে। তাদের মধ্যে একজন টিপ চাকু বের করে তার পেটে ঠেকিয়ে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়। শিক্ষার্থী কামরুলের চিৎকারে স্থানীয় দোকানদাররা ছিনতাইকারীদের মধ্যে দুইজনকে ধরে ফেলে জরুরি সেবা ৯৯৯-এ কল দেয়। 

কল পেয়ে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ দ্রæত সেখানে উপস্থিত হয়ে আটক দুই ছিনতাইকারীকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত মোবাইল, মানিব্যাগ এবং টিপ চাকু উদ্ধার হয়। 

এ ব্যপারে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নগরীর দামকুড়া থানায় মামলা রুজু করা হয়েছে।

রবিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।পলাতক ছিনতাইকারী আরেককে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলেও জানান নগর পুলিশের মুখপাত্র।


Publisher & Editor :Md. Abu Hena Mostafa Zaman

Mobile No: 01971- 007766; 01711-954647

Head office: 152- Aktroy more ( kazla)-6204  Thana : Motihar,Rajshahi
Email : [email protected], [email protected]